বছর পড়তেই সুখবর শোনালেন আরমান,বিয়ে করলেন গায়ক

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 02, 2025 | 7:14 PM

বছরের শুরুতেই সুখবর শোনালেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন গায়ক। বছরের শুরুতেই রীতিমতো চমকে গেলেন তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন গায়ক। ২০২৩ সালের অগস্ট মাসে বাগদান সারেন আরমান।

বছর পড়তেই সুখবর শোনালেন আরমান,বিয়ে করলেন গায়ক

Follow Us

বছরের শুরুতেই সুখবর শোনালেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন গায়ক। বছরের শুরুতেই রীতিমতো চমকে গেলেন তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন গায়ক। ২০২৩ সালের অগস্ট মাসে বাগদান সারেন আরমান। তাঁদের সেই ছবি দেখেও গায়ককে ভালবাসায় ভরিয়েছিলেন তাঁর ভক্তরা।

বিয়ের ছবি দেখেও উত্তেজিত আরমানের শ্রোতারা। ছবিতে দেখা যাচ্ছে চারিদিক ফুল দিয়ে সাজানো। স্বপ্নের মতো সাজানো হয়েছিল তাঁদের ছাঁদনাতলা। তারই মাঝে চারহাত এক হল। ছবি পোস্ট করে গায়ক লেখেন, “তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।” বিয়েতে একেবারে সাবেকি সাজে সেজেছিলেন তাঁরা। আশনার পরনে ছিল কমলা রঙের লেহঙ্গা সেই সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না। অন্য দিকে আরমানের পরনে ছিল শেরওয়ানি।

আরমানের প্রশংসায় পঞ্চমুখ পরিবারের সবাই। অমল জানিয়েছেন, আরমানের মতো সৎ মানুষ তিনি খুব কম দেখেছেন। ভাইয়ের সততাকে কুর্নিশ করেন অমল। কিন্তু মাঝেমধ্যে ভাই নাকি এত খারাপ জোকস শেয়ার করেন, বাড়ি ছেড়ে বেরিয়েও যেতে বাধ্য হন দাদা! অমলের অভিযোগ, মা নাকি ভাইকেই বেশি ভালবাসেন। ছোট থেকে যে কোনও ঝগড়ায় সব দোষ দাদার, এটা মাকে বোঝানো আরমানের পক্ষে নাকি অত্যন্ত সহজ ছিল। উল্লেখ্য়, মিউজ্ক ইন্ডাস্ট্রির এই তরুণ তুর্কীকে এক ডাকে সকলে চেনেন। ভালবাসেন। দাদা অমলের সঙ্গে জুটি বেঁধে ‘ম্যায় হু হিরো তেরা’, ‘চলে আনা’, ‘বোল দো না জারা’-র মতো বহু গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন আরমান।

Next Article