Bollywood News: বিভিন্ন কারণে বলিউডের এই তারকারা কোনও অর্থ নেননি ছবির জন্য

Bollywood News: কখনও বন্ধুত্ব, কখনও ছবির অংশ হতে পেরে খুশি হয়ে বলিউডের অনেক তারকাই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি।

| Edited By: | Updated on: Jun 03, 2022 | 2:36 PM
বলিউডের অনেক তারকা রয়েছেন, যাঁরা তাঁদের ছবির জন্য কোনও অর্থ নেননি নানা কারণে।

বলিউডের অনেক তারকা রয়েছেন, যাঁরা তাঁদের ছবির জন্য কোনও অর্থ নেননি নানা কারণে।

1 / 8
দীপিকা পাডুকোণের প্রথম ছবি 'ওম শান্তি ওম'। এই ছবির জন্য তিনি মাত্র ১ টাকা পারিশ্রমিক নেন। কারণ শাহুরুখ খানের বিপরীতে ডেবিউ করতে পারছেন সেই জন্য।

দীপিকা পাডুকোণের প্রথম ছবি 'ওম শান্তি ওম'। এই ছবির জন্য তিনি মাত্র ১ টাকা পারিশ্রমিক নেন। কারণ শাহুরুখ খানের বিপরীতে ডেবিউ করতে পারছেন সেই জন্য।

2 / 8
আমার থেকে তাঁরা বেশি কাজ করে থাকেন। সেটে আসার ৫ ঘণ্টা আগে তাঁদের প্রস্তুতি শুরু হয়ে যায়। তাঁরাই আমায় শিখিয়েছেন, একটা হ্যাঁ বা সম্মতি পেতে গেলে অনুরোধ করতে হয়।

আমার থেকে তাঁরা বেশি কাজ করে থাকেন। সেটে আসার ৫ ঘণ্টা আগে তাঁদের প্রস্তুতি শুরু হয়ে যায়। তাঁরাই আমায় শিখিয়েছেন, একটা হ্যাঁ বা সম্মতি পেতে গেলে অনুরোধ করতে হয়।

3 / 8
চেহরা ছবির জন্য অমিতাভ বচ্চন কোনও পারিশ্রমিক নেননি। কারণ ছবির চিত্রনাট্য তাঁর দুর্দান্ত লেগেছিল।

চেহরা ছবির জন্য অমিতাভ বচ্চন কোনও পারিশ্রমিক নেননি। কারণ ছবির চিত্রনাট্য তাঁর দুর্দান্ত লেগেছিল।

4 / 8
আজব প্রেম কি গজব কাহানি, তিস মার খাঁ, ওম শান্তি ওম, সন অফ সর্দার-এই ছবি গুলোর জন্য সলমন খান কোনও পারিশ্রমিক নেন বন্ধুত্বের কারণে।

আজব প্রেম কি গজব কাহানি, তিস মার খাঁ, ওম শান্তি ওম, সন অফ সর্দার-এই ছবি গুলোর জন্য সলমন খান কোনও পারিশ্রমিক নেন বন্ধুত্বের কারণে।

5 / 8
অগ্নিপথ ছবিতে চিকনি চামেলি গানে পারফর্ম করার জন্য ক্যাটরিনা কাইফ কোনও পারিশ্রমিক নেননি। কারণ করণ জোহর তাঁর ভাল বন্ধু।

অগ্নিপথ ছবিতে চিকনি চামেলি গানে পারফর্ম করার জন্য ক্যাটরিনা কাইফ কোনও পারিশ্রমিক নেননি। কারণ করণ জোহর তাঁর ভাল বন্ধু।

6 / 8
বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি হায়দার-এর জন্য কোনও পারিশ্রমিক নেননি শাহিদ কাপুর। কারণ তিনি চেয়েছিলেন ছবিটি স্থিতিশীল হোক

বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি হায়দার-এর জন্য কোনও পারিশ্রমিক নেননি শাহিদ কাপুর। কারণ তিনি চেয়েছিলেন ছবিটি স্থিতিশীল হোক

7 / 8
ভাগ মিলখা ভাগ ছবির জন্য সোনম মাত্র ১১ টাকা নেন পারিশ্রমিক রূপেয। কারণ, এই ছবির অংশ হতে পেরেছেন।

ভাগ মিলখা ভাগ ছবির জন্য সোনম মাত্র ১১ টাকা নেন পারিশ্রমিক রূপেয। কারণ, এই ছবির অংশ হতে পেরেছেন।

8 / 8
Follow Us: