মুম্বইয়ের বাড়িতে চোরদের আক্রমণের মুখে অভিনেতা সাইফ আলি খান। খবর ছড়িয়ে পড়তেই সকলের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়েও। তবে এই ঘটনার পাশাপাশি সাইফের ব্যক্তিগত জীবন এবং সম্পত্তি নিয়েও মানুষের কৌতূহল বেড়েছে। তিনি পাতৌদি পরিবারের উত্তরসূরী। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির কথা কারও অজানা নয়।
বান্দ্রার ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকতেন করিনা কাপুর খান ও দুই সন্তান। খবর পাওয়া মাত্র তাঁর ছেলে ইব্রাহিম দ্রুত বাবার কাছে চলে আসেন। তখন বেজায় রক্ত ঝরছে সইফের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। গাড়ি না পাওয়ায় ইব্রাহিম সময় নষ্ট না করে মুহূর্তে একটি অটোরিকশা নিয়ে বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছান। তাঁদের বাড়ি থেকে লীনাবতী হাসপাতাল মাত্র দুই কিলোমিটার পথ। তাই ওই অবস্থাতেই সইফকে হাসপাতালে নিয়ে ছোটেন ইব্রাহিম।
NDTV-র প্রতিবেদন অনুযায়ী, সইফ করিনার বাড়িতে সেই মুহূর্তে কোনও গাড়ি তৈরি ছিল না। যা বার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব। বাবার অবস্থা দেখে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাননি তিনি। তাই মধ্যরাতে অটো ডেকেই হাসপাতালে পৌঁছিয়েছিলেন ইব্রাহিম আলি খান।