বুধবার মধ্যরাতে ৬ বার ছুরি সইফ আলি খানকে। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটেই ঘটেছে সেই হাড়হিম করা ঘটনা। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় মায়ানগরী। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। যে সময় সইফের সঙ্গে এমন ভয়ানক কাণ্ড হচ্ছিল সে সময় স্ত্রী করিনা কাপুর খান কোথায় ছিলেন। তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন? সেই মুহূর্তে কী করছিলেন নায়িকা? করিনার ইনস্টাগ্রাম স্টোরি বলছে অন্য় কথা।
১০ ঘণ্টা আগে স্টোরি দিয়েছেন করিনার দিদি করিশ্মা কাপুর। যেখানে ট্যাগ করা হয়েছে করিনা এবং সোনম কাপুরকেও। যে স্টোরিতে দেখা যাচ্ছে টেবিলে রাখা আছে কয়েকটি ওয়াইনের গ্লাস।অর্থাত্ এই ছবি বুধবার রাতেরই। ছবি বলছে এ দিন রাতে ওয়াইন পার্টিতে মজেছিলেন নায়িকা ও তাঁর গার্ল গ্যাং। সেই পার্টি কি করিনার বাড়িতেই হচ্ছিল নাকি অন্য কারও বাড়িতে? তা অবশ্য জানা যায়নি। যদি বাড়িতেই তাঁরা পার্টি করতেন তাহলে কি বুঝতে পারতেন না সইফের সঙ্গে সে সময় কী হচ্ছে? এমন অনেক প্রশ্নই উঠে আসছে করিনার ইনস্টাগ্রাম স্টোরি থেকে।
উল্লেখ্য, এখন বিপদ অনেকটাই কেটেছে। অস্ত্রোপচারের পর কিছুটা ভাল আছেন সইফ। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপচার করে। পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন। দুই ছেলে জেহ এবং তৈমুরও ঠিক আছে বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পর করিনা কী করছিলেন সেই ভিডিয়ো এবার এল সামনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মধ্যরাতে সইফের বাড়ির ভিডিয়ো। রাত পোশাকেই দেখা গেল করিনা কাপুর খানকে। ব্যস্ত হয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখে প্রাথমিকভাবে মনেই হচ্ছিল সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যস্ততা কিংবা ঘটনার পরপরের মুহূর্তের ছবি।