‘বিগবস’ সেটে আত্মা! তাই কি একের পর এক দুর্ঘটনার মুখে অংশগ্রহণকারিরা?
সম্প্রতি শেফালি জড়িওয়ালার হৃদরোগে মৃত্যু হয়। আর সেই থেকেই আরও জোরদার হচ্ছে এই জল্পনা। বলিউডের অনেকের ধারণা 'বিগবস'-এর 'সিজন ১৩'র অংশগ্রহণকারীরা অনেকেই জানিয়েছেন, তাঁরা 'বিগবস'-এর ওই বাড়িতে আত্মার উপস্থিতি অনুভব করেছেন।

টলিপাড়ায় খবর আবার বাংলাতে ‘বিগবস’ শুরু হতে চলেছে। বহু বছর পর এবার ‘বিগবস’-এ টলিপাড়ার কোনও সেলেবদের দেখা যাবে, এই নিয়ে চলছে জল্পনা। তারই মধ্যে বলিউডের স্যোশাল মিডিয়া তোলপাড় হিন্দি ‘বিগবস’-এর বাড়িতে ভূতের ভয় নিয়ে। বলিউডের যে সকল সেলেবরা এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অনেকেই ‘বিগবস’ থেকে বেরিয়ে নানা পডকাস্টে জানাচ্ছেন, ‘বিগবস’-এর বাড়িতে নাকি ভূত রয়েছে। কিংবা কোনও আত্মার ছায়া রয়েছে। এর ফলেই নাকি নানা দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন অংশগ্রহণকারীরা।
সম্প্রতি শেফালি জড়িওয়ালার হৃদরোগে মৃত্যু হয়। আর সেই থেকেই আরও জোরদার হচ্ছে এই জল্পনা। বলিউডের অনেকের ধারণা ‘বিগবস’-এর ‘সিজন ১৩’র অংশগ্রহণকারীরা অনেকেই জানিয়েছেন, তাঁরা ‘বিগবস’-এর ওই বাড়িতে আত্মার উপস্থিতি অনুভব করেছেন। খেয়াল করলে দেখা যাবে আজ থেকে চার বছর আগে বিগবস ১৩-র বিজয়ী সিদ্ধার্থ মালহোত্রা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সম্প্রতি শেফালি জরিওয়ালাও হৃদরোগে প্রয়াত হন। শেফালিও ‘বিগবস ১৩’-র সদস্য ছিলেন। আর এই সিজনেই নাকি সবথেকে বেশি অশান্তি হয়েছিল বাড়ির সদস্যদের মধ্যে।
আর সেই সূত্র ধরেই এই সিজনের আর এক সদস্য পরেশ ছাবড়া স্যোশাল মিডিয়ায় এসে জানিয়েছেন, ‘বিগবস’-এর এই বাড়ি হন্টেড হাউস ছিল। তিনি তেমনটাই অনুভব করেছেন। শুধুই কি পরেশ ছাবড়া? এর পরবর্তিতে এই ‘বিগবস’-এর আরও এক সদস্য বিশাল আদিত্য সিংহ বলেন, তিনি ঘুমের ঘোরে ওই বাড়িতে কোনও এক আত্মার উপস্থিতি অনুভব করে ভয় পেয়ে গিয়েছিলেন।
এছাড়াও এই সিজনের আরও এক অংশগ্রহণকারী হিমাংশী খুরানা বলেন, ‘বিগবস সিজন ১৩’ র বাড়ি অভিশপ্ত। একের পর এক অঘটনের কারণেই নেটপাড়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে এই শো। এখন দেখার, আগামী সিজনের বিগবস-এর বাড়িতে সদস্যরা সত্যি ভয় পেয়ে পিছিয়ে আসেন, নাকি সত্যি সমস্যা রয়েছে কোথাও। উত্তর দেবে সময়।
