কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই বিয়ে সারলেন যে সব সেলেব জুটি
দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছিল পিপিই কিট পরেই বিয়ের পিঁড়িতে কোভিড আক্রান্ত বর। মন্ত্রপাঠ থেকে সিঁদুরদান-- শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে 'পজেটিভ' অবস্থাতেই। একদিকে যখন অক্সিজেনের হাহাকার অন্যদিকে এই চরম সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু সেলেব। এক ঝলকে দেখে নেওয়া যাক, তাঁরা কারা?
1 / 6
দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছিল পিপিই কিট পরেই বিয়ের পিঁড়িতে কোভিড আক্রান্ত বর। মন্ত্রপাঠ থেকে সিঁদুরদান-- শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে 'পজেটিভ' অবস্থাতেই। একদিকে যখন অক্সিজেনের হাহাকার অন্যদিকে এই চরম সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু সেলেব। এক ঝলকে দেখে নেওয়া যাক, তাঁরা কারা?
2 / 6
সুগন্ধা মিশ্র এবং সঙ্কেত ভোঁশলে- ঠিক তিন দিন আগে অর্থাৎ এপ্রিলের ২৬ তারিখ বিয়ে করেছেন অভিনেতা-ঘোষক সুগন্ধা মিশ্র এবং ডাক্তার কমেডিয়ান সঙ্কেত। পঞ্জাবে জলন্ধরে বিয়ে সারেন তাঁরা। উপস্থিত ছিলেন পরিবারের নিকটাত্মীয়রা।
3 / 6
কুনাল সালুজা এবং সঞ্জনা অরোরা- করোনাকালে বিয়ে সারলেন এই কাপলও। এপ্রিলের ২৫ তারিখ মধ্যপ্রদেশের দিবসে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা কুনাল সালুজা এবং সঞ্জনা। তাঁদের বিয়েতে উপস্থিত অতিথির সংখ্যা ছিল ২৫ জন।
4 / 6
বিষ্ণু বিশাল এবং জ্বালা গুট্টা- আবারও খেলোয়াড় অভিনেতা জুটি বিবাহসূত্রে এক হলেন। দিন কয়েক আগেই এপ্রিল মাসের ২২ তারিখ বিয়ে সারলেন অভিনেতা বিষ্ণু বিশাল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। অতিথিদের আমন্ত্রণের ক্ষেত্রে তাঁদের বিয়েতেও কাটছাঁট কতা হয়েছিল অতিথি তালিকায়।
5 / 6
রৌনক ভিণ্ডের-শেলি শর্মা- উত্তর প্রদেশের মিরাটে বৃহস্পতিবার অর্থাৎ ২৯ এপ্রিলই বিয়ে সারলেন রৌনক এবং শেলি। ফেসবুকের সূত্রেই আলাপ দুজনের। খুব কম জনের উপস্থিতিতেই সারা হয়েছে অনুষ্ঠান। রৌনক জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য এক পার্টির আয়োজন করবেন তাঁরা।
6 / 6
কৃষ্ণ-মিলানা নাগরাজ- দক্ষিণী অভিনেতা ডার্লিং কৃষ্ণ এবং মিলানা নাগরাজ বিয়েটা সেরে ফেলেছিলেন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার ঠিক মুখেই। ফেব্রুয়ারি মাসে। সে সময় যদিও মুম্বইয়ের অবস্থা একটু একটু করে খারাপ হতে শুরু করেছে। সে সময় নিরাপদে গোটা অনুষ্ঠান মিটে গেলেও এই মাসে দু'জনেই কোভিড আক্রান্ত হয়েছেন।