কলকাতার বুকে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ও টিভির কলাকুশলীদের সম্মান জানানোর উদ্যোগ নেয় সংবাদমাধ্যম। ২০২৩ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। টিভির পর্দা থেকে ওটিটি, যাঁরা নিত্যনতুন ধারাবাহিক থেকে সিরিজ় উপহার দিয়ে চলেছেন, বিনোদন জগতের সেই সব কৃতীকে সম্মান জানানোর জন্যই TV9 বাংলার এই প্রচেষ্টা। টলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বদের নিয়ে তৈরি জুরি, সোশ্যাল মিডিয়ায় ভোটের মাধ্যমে দর্শকদের মনোনয়ন গ্রহণ করে আয়োজিত হয় এই অ্যাওয়ার্ড শো। যেখানে টেলিভিশন স্টার থেকে শুরু করে পরিচালক, বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ, টলিউডের সেরার সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রতিটি বিভাগ থেকেই উপস্থিত থাকেন বহু তারকা। নবীন-প্রবীণ মিলিয়ে এক অন্য স্বাদের অনন্য সন্ধ্যার আয়োজন।
এবছরও প্রস্তুতি পর্ব তুঙ্গে। আসছে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৪’। এবছর কোন ধারাবাহিক হতে চলেছে সেরার সেরা? মনোনয়নে রয়েছে কোন কোন ধারাবাহিকের নাম, দেখে নিন–
1.গীতা এলএলবি (স্টার জলসা)
2.কথা (স্টার জলসা)
3.জগদ্ধাত্রী (জি বাংলা)
4.ফুলকি (জি বাংলা)
tv9bangla.com/ghorer-bioscope সাইটে গিয়ে আপনার ভোট দিন । এগিয়ে রাখুন পছন্দের ধারাবাহিককে।
প্রসঙ্গত, ২০২৩-এ এই পুরস্কার ঘিরে তারকাদের বিপুল সমাহার, পাশাপাশি অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে, এবারের ছবিটাও এক। আরও একবার দেখতে দেখতে হাজির সেই রঙিন মুহূর্ত। আসছে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৪’। ধারাবাহিক, ওটিটি জগতের পাশাপাশি এবার ওটিটি-তে মুক্তি প্রাপ্ত ছবিও থাকছে মনোনয়নের তালিকায়। ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুরু কাউন্ট-ডাউন।