‘দিদি আমায় তৈরি করে নিয়েছেন’, অর্পিতার প্রতি কৃতজ্ঞ হারমোনিয়াম বাদক পরম

Nov 21, 2024 | 2:30 PM

Arpita Chatterjee: দর্শক আসনে সেদিন বাঘা-বাঘা শিল্পীরা জায়গা করে নিয়েছিলেন। টানা দুই ঘণ্টা ধরে শো দেখে বেরিয়ে সকলেই ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। আবারও সেই টিম সকলের মন জয় করছে। ২০২৪-এর শেষে নতুনভাবে ফিরে আসে 'মাই নেম ইজ জান' নাটক।

দিদি আমায় তৈরি করে নিয়েছেন, অর্পিতার প্রতি কৃতজ্ঞ হারমোনিয়াম বাদক পরম

Follow Us

সালটা ছিল ২০২১। নামজাদা সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এক মঞ্চনাট্য। যার নাম ‘গওহর জান’– নামভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। কলকাতা তো বটেই, দেশ-বিদেশেও প্রশংসিত হয়েছিল সেই নাটক। নাচ-গানের মেলবন্ধনে গওহরের অজানা জীবনই ফুটে উঠেছিল মঞ্চে। প্রায় দু’বছর পর আবারও ফিরেছে সেই নাটক।

কলকাতার বুকে ‘মাই নেম ইজ জান’ শো আসতে চলেছে। ৬ ডিসেম্বর জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে অর্পিতা চট্টোপাধ্যায়ের এই নাটক। তবে এই প্রথম নয়, কলকাতার বুকে ২০২১ সালেই ঝড় তুলেছি ‘মাই নেম ইজ জান’। অর্পিতা চট্টোপাধ্যায়কে তখন সকলে নতুন রূপে আবিষ্কার করেছিলেন। প্রথম শো থেকেই হিট এই নাটক। দর্শক আসনে সেদিন বাঘা-বাঘা শিল্পীরা জায়গা করে নিয়েছিলেন। টানা দুই ঘণ্টা ধরে শো দেখে বেরিয়ে সকলেই ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। আবারও সেই টিম সকলের মন জয় করছে। ২০২৪-এর শেষে নতুনভাবে ফিরে আসে ‘মাই নেম ইজ জান’ নাটক।

এই নাটক ঘিরে সকলের উত্তেজনা বর্তমানে আরও বেশি। মানুষের এই ভালবাসা পেয়ে কী বলছেন টিমের হারমোনিয়াম বাদক পরম ঘোষ? TV9 বাংলা পরমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এই টিমে সকলের শেষে আমি যুক্ত হয়েছি। আমি এর আগে কখনও এমন নাটকে বাজাইনি। আমি মূলত ক্ল্যাসিক্যাল বাজাই। অর্পিতাদি প্রথম আমায় বলেছিলেন, ‘দেখো এর মধ্যে নতুন করে করার কিছু নেই। এটা একটা নাটক। এখানে সঙ্গত করাটা খুব একটা সহজ বিষয় নয়।’ প্রথমে শুনে বিষয়টা আমার ভীষণ কোঠিন মনে হয়। বিশেষ করে মাই নেম ইজ জান-এর অধিকাংশই ক্ল্যাসিক্যাল গান। ফলে তার তাল, বিস্তার পুরোটাই আগে থেকে তৈরি। তারপর ধীরে ধীরে বিষয়টা বুঝে নিয়ে, অনুশীলন করে ধাতস্থ হই। দিন দিন আমার কাছে বিষয়টা সহজ হয়ে উঠছে। আর অর্পিতাদি অনেকটা সময় দেন রিহার্সালে। এক কথায় বলতে গেলে আমায় তৈরি করে নিয়েছেন।”

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

 

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা

Next Article