মুখ্যমন্ত্রীর গানে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ২০২০

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 23, 2020 | 9:45 PM

মমতা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়েই শুভ সূচনা হয় অনুষ্ঠানের। মঞ্চে এক শিল্পীর সঙ্গে নাচের ছন্দে পা মেলাতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর গানে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ২০২০
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

করোনা আবহেই বাংলা সঙ্গীত মেলা ২০২০-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর গান দিয়েই মেলার শুভ উদ্বোধন হয়। ২২জন শিল্পীকে সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, “সঙ্গীত মঞ্চ বিভাজনে বিশ্বাসী নয়। দয়া করে এই পরিবারকে ভাঙতে দেবেন না। সকলে রুখে দাঁড়ান। বাংলাকে গুজরাট হতে দেবেন না।”

আগামী এক সপ্তাহ থেকে মোহরকুঞ্জের মুক্ত মঞ্চ সহ শহরের বিভিন্ন মঞ্চ অর্থাৎ রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, মধুসূদন মঞ্চ, ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ, হেদুয়া, দেশপ্রিয় পার্কে চলবে সঙ্গীত মেলা। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, বনশ্রী সেনগুপ্তের মতো শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এ বছর। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়েই শুভ সূচনা হয় অনুষ্ঠানের। মঞ্চে এক শিল্পীর সঙ্গে নাচের ছন্দে পা মেলাতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সঙ্গে ছিলেন লোপামুদ্র মিত্রও। আগামী দুই মাসে রাজ্য সরকারের আয়োজনে প্রায় ৬৩০টি মেলা আয়োজন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মান পেলেন ঋত্বিক চক্রবর্তী

Next Article