প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) আটকে পড়েছেন ব্রিটেনে! দেশে ফিরতে পারছেন না। কী করেই–বা ফিরবেন তিনি? ব্রিটিশ সরকার নতুন করে আবার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াভহ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি প্রায় হাতের বাইরে। তাই ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নতুন করে আবার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। এতেই বিপত্তিতে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। লকডাউনের জেরে সমস্ত ফ্লাইট ক্যানসেল করা হয়েছে। এই চতুর্থতম লকডাউন আরও অনেক বেশি কড়া। এতটুকু ফাঁক রাখতে চায় না ব্রিটিশ সরকার। অগত্যা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এখন ব্রিটেনেই!
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হলিউডের একটি রোম্যান্টিক ছবির শুটিং করছিলেন লন্ডনে। নভেম্বর থেকেই তিনি ওখানে। পুরো ইউনিট নিয়ে জোর কদমে শুটিং চলছিল।বাধ সাধল করোনা! নতুন করে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলে প্রযোজনা সংস্থা শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেয়।প্রযোজকের কাছে শুটিংয়ের থেকে কলাকুশলীদের জীবনের দাম অনেক বেশি। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি করে পুরো টিমকে আমেরিকায় ফেরৎ নিয়ে আসার ব্যবস্থা করে। কিন্তু সমস্ত নিয়ম মেনে স্পেশাল পারমিশন করাতে বেশ খানিকটা সময় চলে যায়। ততদিনে সারা ব্রিটেনে লকডাউনের নিয়মবিধি আরও কঠোর হয়।ব্যস! প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সহ গোটা টিম আটকে পড়েন ব্রিটেনে। এই মুহূর্তে ফিরে আসার কোনও সুযোগ নেই।
আরও পড়ুন :‘সারার থেকে সাবধান থাকতে বলেছিল ওরা’, মুখ খুললেন বরুণ ধওয়ন
শোনা যাচ্ছে অভিনেতা আফতাব শিবদাসানিও আটকে পড়েছেন ইংল্যান্ডে। উনি স্ত্রী–মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। লকডাউনের কারণে তিনিও আর ফিরতে পারছেন না। আফতাবের মেয়ে খুবই ছোট। তিনি জানিয়েছেন এই বছর বড়দিন বাড়িতেই কাটাবেন পরিবারের সঙ্গে।