‘সারার থেকে সাবধান থাকতে বলেছিল ওরা’, মুখ খুললেন বরুণ ধওয়ন

কারা ওঁরা? কেনই বা এই সাবধানবাণী?

'সারার থেকে সাবধান থাকতে বলেছিল ওরা', মুখ খুললেন বরুণ ধওয়ন
সারা আলি খান এবং বরুণ ধওয়ন।
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 8:51 PM

বড়দিনেই মুক্তি পেতে চলেছে সারা আলি খান এবং বরুণ ধওয়ন অভিনীত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’। গান ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। নতুন অবতারে সারা-বরুণ জুটিকে পেয়ে মুগ্ধ নেটিজেনরাও। তবে এরই মধ্যে সুর কাটল অভিনেতা বরুণ ধওয়নের কথায়। সারার থেকে ‘সাবধান’ থাকার জন্য নাকি বরুণকে উপদেশ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা। কারা তাঁরা? কেনই বা এই সাবধানবাণী?

কমেডিয়ান কপিল শর্মার শো’তে ছবির প্রচারে এসেছিলেন সারা-বরুণ। সেই শো-এরই ভাইরাল হওয়া এক ভিডিয়ো তে বরুণকে বলতে দেখা যাচ্ছে, “যখন সবাই শুনল আমি সারার সঙ্গে কাজ করতে চলেছি, ওরা একটা কথাই বলেছিল, ‘বাচকে রহেনা’।” সবাই কারা? সে উত্তর দিয়েছেন বরুণ নিজেই। নিয়েছেন তিনটি নাম। কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল…বলিপাড়ার এই তিন হার্টথ্রব নাকি সারার সম্পর্কে সাবধান করেছিলেন ভিকিকে। কিন্তু কেন? সে উত্তর জানার জন্য অবশ্য দেখতে হবে গোটা এপিসোডটি।

সারা-বরুণের খুনসুটি যদিও এখানেই শেষ নয়। কথায় কথায় সারা জানান, তাঁর ফ্রি জিনিস খুব ভাল লাগে। মাঝেমধ্যেই তিনি জুতোর ছবি পোস্ট করে বরুণকে ট্যাগ করেন। বরুণের সটান উত্তর, “হ্যাঁ, ইনস্টাগ্রামে কোনও কিছুতে ট্যাগ করলেই একজন খুব রেগে যেত।” কে সেই একজন? কার্তিক আরিয়র? যার সঙ্গে একদা সারার প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিউড? খোলসা করেননি কেউ-ই। সারা যদিও একগাল হেসে বরুণকে উত্তর দিয়েছেন, “ছাড় না। এখন আর কেউ রাগ করবে না। এখন তো তোমাকে আমি স্পর্শও করতে পারব।”

সাসপেন্সে মাখা ওই ছোট্ট ভিডিয়ো ক্লিপিংসে মশগুল নেটিজেনরা। গোটা ঘটনা জানার জন্য আপাতত মুখিয়ে তাঁরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং বলিউডের মাদক কাণ্ডে মাস তিনেক আগে উঠে এসেছিল সারা আলি খানের নাম। ‘কেদারনাথ’ ছবির সময় সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন সুশান্তের এক ঘনিষ্ঠ বন্ধু। সুশান্ত এবং সারা যে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন সবার আড়ালে সে কথাও উঠে এসেছিল। মাদক কাণ্ডেও জড়িয়েছিল সারার নাম। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর মোবাইলও। যদিও আবারও স্বমহিমায় সারা আলি খান। আপাতত তিনি নতুন ছবির মুক্তির অপেক্ষায়।