‘করুণাময়ী রাণী রাসমণি’র সারদার দু’জন মা! দেখুন ছবি…

সারদাকে প্রতিদিন শাড়ির লুকে দর্শক দেখেন টেলি পর্দায়। খোলা চুল, ডুরে শাড়িতে সত্যিই যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্র সে। কিন্তু এই ছবিতে কালো ফ্রক পরে দাঁড়িয়ে অয়ন্যা।

‘করুণাময়ী রাণী রাসমণি’র সারদার দু’জন মা! দেখুন ছবি...
অনস্ক্রিনের সারদা অয়ন্যা চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 4:15 PM

ক্লাস টু। ছোট্ট মেয়েটিকে প্রতিদিন আপনি টেলিভিশনের পর্দায় দেখেন। সে অর্থাৎ অয়ন্যা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের মা সারদা।

অয়ন্যার মা কিন্তু দু’জন। এবার দুই মায়ের সঙ্গেই ফ্রেমবন্দি হল খুদে সারদা। দুই মা অর্থাৎ? একজন অয়ন্যার মা। আর একজন আসলে সারদা-র মা। অর্থাৎ অয়ন্যার অনস্ক্রিন মা। এই ধারাবাহিকে সারদার মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তিনিই সোশ্যাল মিডিয়ায় দুই মায়ের সঙ্গে সারদার ছবি শেয়ার করেছেন।

সারদাকে প্রতিদিন শাড়ির লুকে দর্শক দেখেন টেলি পর্দায়। খোলা চুল, ডুরে শাড়িতে সত্যিই যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্র সে। কিন্তু এই ছবিতে কালো ফ্রক পরে দাঁড়িয়ে অয়ন্যা। মানানসই মেকআপে তাকে অন্য রকম দেখাচ্ছে। একপাশে রিয়েল লাইফের মা। আর একপাশে দাঁড়িয়ে রিল লাইফের মা। বৃহস্পতিবার জি-বাংলার ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এভাবেই ফ্রেমবন্দি হয়েছে অয়ন্যা। শুটিংয়ের অবসরে ক্রিকেট খেলতে ভালবাসে অয়ন্যা।

পছন্দের অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আবির-শ্রাবন্তীর সঙ্গে দেখা করা খুব ইচ্ছে এই খুদের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে ছিল এই খুদে। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও সমানতালে চালিয়ে যেতে চায় অয়ন্যা।

আরও পড়ুন, শুটিং না থাকলে আমি গদাধরের সঙ্গে ক্রিকেট খেলি: অয়ন্যা