মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি সিনেদুনিয়ার কাছের মানুষ। সেলিব্রিটিদের সঙ্গে তাঁর বেশ মধুর সম্পর্ক। সাধ্য মতো চেষ্টা করেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার। কেউ তাঁকে নিমন্ত্রণ করলে তিনি মোটেও ফিরিয়ে দেন না সেই আবদার-আবেদন। অধিকাংশের সঙ্গে চেষ্টা করেন যোগাযোগ রেখে যাওয়ার। তবে জানেন কি, এই সম্পর্ক কেবল সৌজন্য সূত্রেই নয়, বরং এই সম্পর্ক তাঁর পছন্দেরও বটে। কারণ ধারাবাহিক দেখতে তিনি বেশ পছন্দ করেন। দিনে একটা নির্দিষ্ট সময় তিনি এই যাবত ব্যয়ও করে থাকেন।
সম্প্রতি নিউজ ১৮ বাংলার বিশেষ শো-এ এসে এই প্রসঙ্গে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য দর্শক আসন থেকে প্রশ্ন করেন– আপনি এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন রাতে সিরিয়াল দেখেন। আপনার পছন্দের দুই সিরিয়ালের নাম, আর দুই অভিনেতা-অভিনেত্রীর নাম বলবেন? অম্বরীশের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যাঁদের নাম বলব না, তাঁরা আমায় ধরবেন। আমার পছন্দের নায়ক তুমি ভাই। অম্বরীশ খুব ভাল অভিনয় করে। রোশনাই ধারাবাহিকে চরিত্রটা আমার খুব ভাললাগে। বাকি প্রতিটা ধারাবাহিকই আমার পছন্দের।”
সবটা শুনে রীতিমত অবাক অম্বরীশ। অভিনেতা আরও এক প্রশ্ন তোলেন– এত এনার্জি পান কোথা থেকে আপনি? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “তারপরও অনেক কিছু দেখি। শুনি। রাত ২ টো পর্যন্ত এসবই করি। আমায় মাথায় মাার পর থেকে এটাই আমার রুটিন হয়ে গিয়েছে। তবে মারপিঠ আমার ভাল লাগে না। ওসব দেখলেই চ্যানেল ঘুরিয়ে দিই।”