মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে টুইটারে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 06, 2020 | 5:00 PM

তিনি লেখেন,‘মঞ্চ এবং সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে আমি শোকাহত।

মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে টুইটারে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায়। প্রতীকী ছবি

Follow Us

‘ফেলুনাথ’ মারা গিয়েছিলেন এক রোববারে। আর ‘মছলিবাবা’ও প্রয়াত হলেন সেই রোববার। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার কুড়ি দিন পর চলে গেলেন মনু মুখোপাধ্যায়। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনীত নানা সমস্যায় ভুগছিলেন বিগত বেশ কয়েক মাস। হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল বছর কয়েক আগে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড।

আরও পড়ুন মনু মুখোপাধ্যায় ছিলেন ‘জ্যান্ত’ চরিত্রের এক প্রতিনিধি

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, ‘মঞ্চ এবং সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে আমি শোকাহত। ২০০৫ সালে টেলি পুরস্কার অনুষ্ঠানে তাঁকে জীবনকৃতি সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার-সহকর্মী এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।

 

১৯৩০ সালের ১ মার্চ এ শহরে মনু মুখোপাধ্যায়ের জন্ম। অভিনয় যাত্রা শুরু হয় থিয়েটারের প্রম্পটার হিসেবে। তারপর মঞ্চাভিনয়। মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ (১৯৫৯) ছবিতে তাঁর প্রথম অ্যাপিয়ারেন্স। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। ছোট পর্তাঁদাতেও নিয়মিত কাজ করেছেন মনু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলার চলচ্চিত্র জগতে।

Next Article