রুদ্রনীল ঘোষ: সাধারণত, ফিল্মে যাঁরা তথাকথিত ‘হিরো-হিরোইন’-এর চরিত্রে অভিনয় করেন তাঁদের নিয়ে উচ্ছ্বাস দেখানোর প্রবণতা ছিল এবং থাকবে। শুধু বাংলা ফিল্মে নয়, ভারতীয় ফিল্মের ক্ষেত্রেও ছবিটা কিন্তু এক।
যাঁরা ‘হিরো-হিরোইন’-এর চরিত্রে অভিনয় না করেও শুধুমাত্র নিষ্ঠার সঙ্গে দাপুটে অভিনয় করে গিয়েছেন এবং আমাদের চেনা সমাজের ‘জ্যান্ত’ চরিত্র হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে অন্যতম ‘মনু মুখোপাধ্যায়’। মনুবাবু শুধু অভিনয় দক্ষতার জন্য একজন বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠেছেন। তিনিও তাঁদের মধ্যে একজন যাঁরা ‘অভিনেতা’ শব্দের সম্মান রেখেছেন।
আমি শিল্পীর ‘মৃত্যু’ হয়েছে, কথাটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একজন শিল্পীর ‘শিল্প’ অমর। তাই মনু মুখোপাধ্যায় মৃত নন।
এই সময়ে ওয়েব সিরিজ হোক বা ফিল্ম, দর্শক ভিন্ন ধরণের চরিত্র দেখতে পছন্দ করছে। ‘সাধারণ চরিত্র’র উদযাপন করছে দর্শক। এটা বহুকাল আগে ছিল। মাঝে কিছু সময়ে অনেক কিছু বদলে যায়। পাহাড়ী সান্যাল, ছবি বিশ্বাস, উৎপল দত্ত, কালি বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, জহর রায়, তাঁরা কেউ ‘হিরো’ ছিলেন না। কিন্তু তাঁদের অভিনয় দক্ষতা এত বড় মাপের ছিল যে কোনওভাবেই তাঁরা কিন্তু দ্বিতীয় শ্রেণী অভিনেতাদের তালিকায় থাকতেন না।
মনু মুখোপাধ্যায় ‘জ্যান্ত’ চরিত্রের এক প্রতিনিধি। এমন এক চরিত্র যাঁকে দেখতে দর্শক আবার পছন্দ করছিল। আবার বিশ্বাস করতে শুরু করেছিল। এ প্রজন্মের জন্য মনু মুখোপাধ্যায় তাঁর যাবতীয় কাজ রেখে দিয়ে গেলেন, শুধু বলে গেলেন “শিখে নিও”।
ভাল থাকবেন মনু মুখোপাধ্যায়। আর আপনার কাজ দেখে ভাল থাকব আমরা।