মহারাষ্ট্রের কোলহাপুরের হোটেল থেকে অভিনেতা ঋতেশ দেশমুখের দেহরক্ষীরা দুর্ব্যবহার করে বের করে দেন কিছু সাংবাদিককে। সেই ঘটনার জেরে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন ঋতেশ। কোলহাপুরের মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিলেন অভিনেতা। সেখানে তাঁর সঙ্গে কথা হয় কিছু সাংবাদিকের। তারপরই ঘটে এই ঘটনা।
সংবাদ মাধ্যমকে তাঁদের উদ্দেশে ঋতেশ বলেছেন, “আপনারা অসম্মানিত হলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনও মিটিং ডাকিনি। ১১ বছর আগে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আমরা দর্শন করতে আসিনি। আমরা মন্দিরটি দেখতে এসেছিলাম। এই জায়গাটি ছবি নিতে কথা বলার নয়। মহালক্ষ্মী আপনাদের মঙ্গল করুন।”
‘বেদ’ নামের একটি মরাঠি ছবিতে অভিনয় করছেন ঋতেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও। ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে ঋতেশ লিখেছিলেন, “আমচা বেদ”। তাঁর ৪৪তম জন্মদিন সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে পালন করেছেন ঋতেশ। সেই পার্টিতে এসেছিলেন জেনিফার উইংগেট, আশিস চৌধুরী, সাব্বির আলুওয়ালিয়া এবং অন্যান্যরা। ঋতেশের জন্মদিনে সলমন খান তাঁকে ‘বেদ’-এর জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই ছবিতে একটি বিশেষ ভূমিকায় রয়েছেন সল্লুভাইও। সোশ্যাল মিডিয়ায় মরাঠি ভাষায় সলমন লিখেছিলেন, “ভাউ ছা বার্থডে আহে (ভাইয়ের জন্মদিন আজ) – এটাই ওর উপহার।”
‘বেদ’ই ঋতেশের প্রথম পরিচালিত ছবি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এটি একটি রোম্যান্টিক অ্যাকশনধর্মী ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজ়া। সলমনকে সেখানে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে।
মহেশ মঞ্জরেকর ও জেনেলিয়ার সঙ্গে একটি কমেডি ছবিতেও অভিনয় করেছেন ঋতেশ। সেই ছবির নাম ‘মিস্টার মাম্মি’। এক অন্তঃসত্ত্বা পুরুষকে নিয়ে গল্প। কিন্তু সেই ছবি বক্স অফিসে ভাল ফল করেনি। এর পর সোনাক্ষী সিনহার সঙ্গে ভয়ের ছবি ‘কাকুদা’তে অভিনয় করেছেন ঋতেশ। জন আব্রাহম, নোরা ফাতেহি এবং শেহনাজ় গিলও আছেন সেই ছবিতে।