Will Smith: বহিষ্কার নাকি নির্বাসন– চড়কাণ্ডে স্মিথের ভবিষ্যৎ কোন পথে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 31, 2022 | 3:13 PM

Will Smith: টুইটারে ট্রেন্ডিং হলিউড অভিনেতা উইল স্মিথ। অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে আচমকাই চড় কষিয়ে দেন তিনি। অভিযোগ, উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে অসুস্থতা নিয়ে মস্করা করেছিলেন কমেডিয়ান।

Will Smith: বহিষ্কার নাকি নির্বাসন-- চড়কাণ্ডে স্মিথের ভবিষ্যৎ কোন পথে?
চড়কাণ্ডের পর স্মিথের বিরুদ্ধে কী কড়া পদক্ষেপ নিতে চলেছেন অস্কার কর্তৃপক্ষ?

Follow Us

টুইটারে ট্রেন্ডিং হলিউড অভিনেতা উইল স্মিথ। অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে আচমকাই চড় কষিয়ে দেন তিনি। অভিযোগ, উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে অসুস্থতা নিয়ে মস্করা করেছিলেন কমেডিয়ান। ঘটনা নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা। এরই মধ্যে সেদিনের সেই ঘটনা নিয়ে নয়া বিবৃতি দিলেন অ্যাকাডেমি কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রকাশ্যে আনলেন  আগামী দিনে ঘটনা নিয়ে কী পদক্ষেপ করতে পারেন তাঁরা।

বিবৃতিতে জানানো হয়েছে, স্মিথ রককে চড় কষিয়ে দেওয়ার পর উইল স্মিথকে অবিলম্বে অস্কারের মঞ্চ ছাড়তে বলা হয়। যদিও তাঁদের দাবি স্মিথ বেরিয়ে যেতে অস্বীকার করেন। ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে বিবৃতিতে লেখা হয়, “আরও অন্যরকম ভাবে পরিস্থিতি সামলানো যেত বলে আমরা মনে করি।” স্মিথের এই আচরণের পর তাঁর প্রতি কী পদক্ষেপ নেওয়া হবে তাও ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। স্মিথের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি, নিগ্রহ ও অ্যাকাডেমির বিধিভঙ্গের অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা। অ্যাকাডেমি কর্তৃপক্ষ আরও জানিয়েছেন,  আগামী ১৮ এপ্রিল বোর্ড মিটিং। বহিষ্কার নাকি নির্বাসন– স্মিথের ভাগ্য নির্ধারিত হতে চলেছে সেখানেই।

কী হয়েছিল সেদিন? অস্কার প্রদান অনুষ্ঠান চলছিল। সঞ্চালকের ভূমিকায় ছিলেন ক্রিস রক। উইল স্মিথ ছিলেন আমন্ত্রিতের তালিকায়। আচমকাই ক্রিস রক স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে মস্করা করতে শুরু করেন। স্মিথের স্ত্রী অ্যালোপেসিয়াতে আক্রান্ত। এই রোগের কারণে চুল পড়ে যায়। তিনি বলেন, জাডাকে GI Jane ছবির দ্বিতীয় পার্টে নেওয়া হবে। প্রসঙ্গত, ওই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন ডেমি মুর। ছবিতে নায়িকা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক সৈনিক, তাঁর চুল ছিল ছোট করে কাটা। জাডার চুল নিয়ে পরোক্ষে কটাক্ষ করায় দর্শকাসনেই চোয়াল শক্ত হয়ে ওঠে তাঁর। মুহূর্তেই দেখা যায় মেজাজ হারিয়ে তড়িঘড়ি মঞ্চে উঠে পড়েন উইল স্মিথ।

সবাইকে অবাক করে দিয়ে চড় কষিয়ে দেন ক্রিসের গালে। মঞ্চ থেকে নেমেও রাগ কমেনি তাঁর।। ক্রিসকে উদ্দেশ্যকে কিছু গালিগালাজও দিতে দেখা যায় তাঁকে। বলতে শোনা যায়, “আমার স্ত্রীর নাম উচ্চারণ থেকে বিরত থাক”। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশেপাশে শিল্পীরা।  রাতারাতি ভাগ হয়ে যায় বিশ্ব। কেউ স্মিথের চড়কে সমর্থন করেন আবার কেউ শুরু করেন চরম নিন্দায়। ঘটনায় স্মিথ ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। কিন্তু অস্কার কর্তৃপক্ষের আগামী দিনে কী ভূমিকা হতে পারে এই বিষয়ে, তা জানতেই তাকিয়ে গোটা দুনিয়া।

 

Next Article