Alia-Neetu: ‘কুমারী পুজো’ করলেন নীতু-আলিয়া? ছবি ভাইরাল হতেই চর্চা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2023 | 12:45 PM

Kumari Puja: দশেরার মাঝেই কন্যা পুজো হয়ে থাকে অর্থাৎ বাঙালি মতে যা কুমারী পুজো। কোথাও অষ্টমী তিথিতে, কোথাও আবার নবমী তিথিতে এই কুমারী পুজো হয়ে থাকে। ১৬ বছরের নিচে ঋতুবতী নয় এমন কন্যাদের এই দিন দেবী রূপে পুজো করা হয়। আলিয়া ও নীতুর সঙ্গে একগুচ্ছ শিশুকে দেখেন তেমনটাই অনুমান করলেও নেটপাড়া।

Alia-Neetu: কুমারী পুজো করলেন নীতু-আলিয়া? ছবি ভাইরাল হতেই চর্চা তুঙ্গে

Follow Us

বরাবরই আলিয়া ভাট ও নীতু কাপুরের মধ্যে সম্পর্ক বেশ মধুর। রণবীর কাপুরের থেকেও এখন আলিয়াকে বেশি আগলে রাখেন নীতু। একাধিক সাক্ষাৎকার সেই মন্তব্য করতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। আলিয়ার সঙ্গে সেলিব্রেশন, মাঝেমধ্যেই সেলফি তোলা, নানা আনন্দ অনুষ্ঠানে একসঙ্গে থাকা, এ ছবি ইতিমধ্যেই দেখেছেন দর্শকেরা। তবে এবার এক অন্য ছবি ভাইরাল। নীতু কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে বেশ কিছু শিশু কন্যা পোজ় দিয়ে ছবি তুলল। সোশ্যাল মিডিয়া এই ছবি ভাইরাল হতেই প্রশ্ন নেট দুনিয়ার, এটা কীসের ছবি? এই শিশু কন্যা গুলি কারা? কাপুর পরিবার থেকে এর কোনও স্পষ্ট উত্তর না মিললেও নেটদুনিয়া অনুমান করে নিল এটা বোধহয় ‘কন্যা পুজো’র ছবি।

দশেরার মাঝেই কন্যা পুজো হয়ে থাকে অর্থাৎ বাঙালি মতে যা কুমারী পুজো। কোথাও অষ্টমী তিথিতে, কোথাও আবার নবমী তিথিতে এই কুমারী পুজো হয়ে থাকে। ১৬ বছরের নিচে ঋতুবতী নয় এমন কন্যাদের এই দিন দেবী রূপে পুজো করা হয়। আলিয়া ও নীতুর সঙ্গে একগুচ্ছ শিশুকে দেখেন তেমনটাই অনুমান করলেও নেটপাড়া। তাদের ধারণা এই শিশুদের কন্যা পুজোর দিনে দেবীর রূপে আপ্যায়ন করেছেন হয়তো কাপুর পরিবার। আর সেই কারণেই পোজ় দিয়ে তাঁদের সঙ্গে তুলেছেন একটি ছবি।

প্রসঙ্গত, সেই পুজো মরসুম এখন শেষ। কাজে ফিরেছেন আলিযয়া ভাট। মঙ্গলবার তাঁকে দেখা গেল জিও ওয়ার্ল্ড প্লাজা-তে। সেখানেই পোজ় দিয়ে তুললেন ছবি। কেলব তিনিই নন, এদিন ঢল নেমেছিল বলিউডের। করিশ্মা কাপুর করণ জোহর, দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর, শেহনাজ় গিল, নুসরত বারুচা সকলকেই দেখা গেল রেড কার্পেটে জায়গা করে নিতে। সেখানেই কাল পোশাকে এদিন স্টানিং লুকে ধরা দিলেন আলিয়া।

Next Article