দিন কয়েক আগেই নাম না করেই বলিউডের এক জনপ্রিয় জুটির সম্পর্কের ‘অবনতি’ নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি দাবি করেন, বলিউডের এক অভিনেতা নাকি বিদেশে মায়ের জন্মদিন পালন করতে গিয়েছেন একা একাই। মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাননি। তিনি আরও দাবি করেন, সেই নায়ক নাকি বিদেশ থেকে কঙ্গনাকে মেসেজ করেন দেখা করার জন্যও। সবাই ধারণা করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাটকেই ইঙ্গিত করছেন কঙ্গনা। এবার দু’জনের সম্পর্ক নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন আরও এক অভিনেতা। তিনি আর কেউ নন। বলিউডের বিতর্কিত অভিনেতা কামাল আর খান।
ইউটিউবে এক ভিডিয়োতে তিনি দাবি করেন, “আলিয়া ও রণবীরের মধ্যে মারাত্মক অশান্তি হচ্ছে। কারণ রণবীরের পরিবারের আলিয়াকে একেবারেই পছন্দ নয়।” তিনি আরও যোগ করেন, “কঙ্গনা রানাওয়াত তো এটাও বলছে, যে একই আবাসনে থাকলেও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে এক ফ্লোরে থাকেন রণবীর, অন্যদিকে মেয়েকে নিয়ে অন্য ফ্লোরে থাকেন আলিয়া।” প্রসঙ্গত, কিছু দিন আগেই ছিল রণবীরের মা নিতু সিংয়ের জন্মদিন। মায়ের জন্মদিন পালন করতে লন্ডনে উড়ে যান রণবীর। যদিও আলিয়া ও তাঁদের মেয়ে রাহা যাননি।
সত্যিই কি সম্পর্কে অবনতি হচ্ছে তাঁদের? যদিও কেআরকে বক্তব্যকে পাত্তা দিতে নারাজ নেটিজেনদের একটা বড় অংশের। তাঁরা বলছেন, “অতীতে অনেক আলটপকা মন্তব্য করেছেন তিনি। তাই এটি মিথ্যে কথা ছাড়া আর কিছুই নয়।” একটা সময় বলিউডে ক্যাসেনোভা বলে পরিচিত ছিলেন রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর– তাঁর নাম জড়িয়েছের বলিউডের প্রায় সব প্রথম সারির অভিনেত্রীর সঙ্গেই। গত বছর এপ্রিল মাসে আলিয়া ভাটকে বিয়ে করেন তিনি। মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের। এর মধ্যে এ হেন রটনা! আলিয়া-রণবীর চুপ কেন?
It’s Bollywood DinBhar episode 47. Why Karan Johar is so angry on Bollywood? Why Taapsee Pannu is making fun of Alia Bhatt? https://t.co/bfVtsHsN2R
— KRK (@kamaalrkhan) July 20, 2023