Case File: আইনি জটে অমিতাভ-শাহরুখ-রণবীর-অজয়, কেন অভিযোগ দায়ের 8 সুপারস্টারের নামে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 20, 2022 | 2:36 PM

Advertisement Controversy: এই অভিযোগে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সেলেবরা তাঁর জনপ্রিয়তাকে ভুল পথে ব্যবহার করছে। কেবলমাত্র টাকার প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া।

Case File: আইনি জটে অমিতাভ-শাহরুখ-রণবীর-অজয়, কেন অভিযোগ দায়ের 8 সুপারস্টারের নামে

Follow Us

বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে, মাদক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনে কেন থাকছেন সেলেবমহল! তা নিয়ে বিতর্কের অন্ত নেই। কেন সেলেবরা বিজ্ঞাপন করার আগে এই প্রসঙ্গে দুবার ভেবে দেখেন না, উঠছে প্রশ্ন। সম্প্রতি এই নিয়ে বিস্তর কথা হওয়ার পরই মুখ খুলেছিলেন অক্ষয় কুমার। তিনি এক এলাচের বিজ্ঞাপনের মুখ, যে সংস্থার তামাক জাতীয় দ্রব্যও তৈরি করে থাকেন। তা নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে যায় নেট দুনিয়ার পাতায়। এবার সেই সমালোচনাতে সাড়া দিয়েই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েথিলেন অক্ষয় কুমার। তিনি সাফ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের এই আবেগকে গুরুত্ব ও মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং এই বিজ্ঞাপন করে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তা কোনও ভাল কাজে তিনি দান করতে চান।

ফলে এবার আইনি জটের তালিকা থেকে বাদ পড়ল অক্ষয় কুমারের নাম। তবে চার সেলেবের জীবনে এবার নয়া সঙ্কট। নতুন করে অভিযোগ দায়ের করা হল অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং ও অজয় দেবগনের বিরুদ্ধে। ক্ষমা চাওয়ার দরুন তালিকাতে থাকেননি অক্ষয়, তবে সম্প্রতি সামাজিক অধিকার কর্মী তামান্না হসম এই অভিযোগ দায়ের করেন। ৪৬৮, ৪৬৭, ৪৩৯ ও ১২০ বি ধারায় লিপিবদ্ধ হয়েছে এই অভিযোগ। শীঘ্রই তা কোর্টে উঠবে বলেও সূত্রের খবর। এই অভিযোগে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সেলেবরা তাঁর জনপ্রিয়তাকে ভুল পথে ব্যবহার করছে। কেবলমাত্র টাকার প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া। চলতি মাসের ২৭ তারিখেই শুনানির সম্ভাবনা।

কোনও সেলিব্রিটি বিজ্ঞাপনের মুখ হওয়া মানেই সেই দ্রব্য বা পন্যের বিক্রয়কে তিনি বা তাঁরা বুস্ট করার চেষ্টা করছেন। কোনও দ্রব্য বিজ্ঞাপনে যদি দেখানো হয় যে সেটা কোনও এক বিশেষ সেলিব্রিটি ব্যবহার করছেন, তবে ভক্তদের কাছে এই বার্তাই যায় যে যদি সুপারস্টারেরা এটা খেয়ে থাকেন, বা ব্যবহার করে থাকেন, তবে তা ভাল এবং ক্ষতিকারক নয়। এই বিশ্বাসকেই ব্যবসার অস্ত্র করে ও তার ওপর ভর করেই কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন সংস্থা বিজ্ঞাপনের মুখ করে রাখেন সুপারস্টারদের। তবে এবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়। অতীতে দ্রব্যর গুণগতমান নিয়ে প্রশ্ন ওঠায় সেলেবদের বিপাকে পড়ে দেখা গিয়েছে একাধিকবার।