প্রায় ৪০ কোটি টাকা অনুদান! ভার্চুয়াল ইভেন্ট করে টাকা তুলে দিলেন রহমান

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 18, 2021 | 10:33 PM

AR Rahman: দিন দুই আগের কথা। শোনা যায়, পরিচালক কাথিরের সঙ্গে ফের একই ছবিতে কাজ করবেন এ আর রহমান।

প্রায় ৪০ কোটি টাকা অনুদান! ভার্চুয়াল ইভেন্ট করে টাকা তুলে দিলেন রহমান
এ আর রহমান

Follow Us

করোনায় দেশবাসীর উপকারের জন্য কিছু দিন আগে এগিয়ে এসেছিলেন শিল্পা শেট্টি, দিয়া মির্জা, মালাইকা আরোরা, অর্জুন কাপুরের মতো তারকারা। এবার এগিয়ে এলেন এ আর রহমানও। একটি ভার্চুয়ান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কিংবদন্তি। তার মাধ্যমে ভারতের জন্য তুলে দিলেন প্রায় ৪০ কোটি টাকা।

নিউ ইংল্যান্ডের বাসিন্দা অনুরাধা পালাকুর্থির একটি সংস্থা আছে। সেই সংস্থা ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য অনেকধরনের উদ্যোগ নেয়। বেশ কিছুদিন থেকেই তিনি ও তাঁর সংস্থা করোনাকালে ভারতের কথা চিন্তা করে লাগাতার কাজ করে চলেছেন। তাঁরাই আয়োজন করেন এই অনুষ্ঠানটির। রহমানের সঙ্গে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন আরও অনেক সঙ্গীত তারকা, যেমন – লিয়াম নিশন, অ্যানি লেনক্স, গ্লোরিয়া এস্তেফান, স্টিং, অ্যানড্রিয়া বোচেল্লি, যশ গ্রোবান, ইয়ো ইয়ো মা, ডেভিড ফ’স্টার, আসিফ মান্ডভি, নিশাত খান।

নিজের সংস্কৃতিকে সবের উপরে স্থান দেন রহমান। একবার এক সাংবাদিক সম্মেলনে অভিনেতা এহান খানের সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন রহমান। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই সম্মেলনে সঞ্চালক এ আর রহমানের পরিচয় তামিলে দিলেও এহানের পরিচয় দেওয়ার সময়েই হিন্দির আশ্রয় নেন। এর পরেই সেই সঞ্চালকের উদ্দেশে এ আর রহমানের বিস্ময় ভরা মন্তব্য, ‘হিন্দি’? মঞ্চ থেকেও নেমে যেতে দেখা যায় তাঁকে। যদিও খানিক পরেই নিজেকে সামলে নিয়ে রহমান বলেন, তিনি মজা করছিলেন। পরিস্থিতি সামাল দিতে সেই সঞ্চালককেও বলতে শোনা যায়, “মায়েস্ত্রো যখন ট্রোল করে তখন তা নির্দ্বিধায় আনন্দেরই।


তামিল নাড়ুর মাদ্রাস (অধুনা চেন্নাই)য়েই জন্ম রহমানের। তামিল এবং মালায়ালাম ছবি দিয়েই তাঁর কেরিয়ার শুরু। সুর দিয়েছেন বহু সুপারহিট হিন্দি গানেও। কিন্তু অ্যাওয়ার্ড শো থেকে রিয়ালিটি শো– রহমান বক্তব্য রাখার সময় বেছে নেন তাঁর মাতৃভাষা অথবা ইংরাজি। এ বারেও কি সেই বার্তাই দিলেন তিনি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

দিন দুই আগের কথা, শোনা যায়, পরিচালক কাথিরের সঙ্গে ফের একই ছবিতে কাজ করবেন এ আর রহমান। তাও প্রায় ১৯ বছর পর। কাধালার, ধিনাম, কাধাল দেশম, কাধাল ভাইরাসের মতো বহু দক্ষিণ ভারতীয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। ছবিতে এ আর রহমানের কম্পোজিশন ক্লাসিকে পরিণত হয়েছে। আজও সেই সুর সমান প্রাসঙ্গীকতা রাখে। ১৯ বছর পর একটি রোম্যান্টিক ড্রামায় কাজ করবেন। সুতরাং, রহমান ফের রোম্যান্টিক গান তৈরি করতে চলেছেন।

আরও পড়ুন: ‘কাবুলিওয়ালা’ থেকে ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’… সাহিত্যে আফগানিস্তানের প্রভাব কতখানি?

 

Next Article