কলকাতায় অরিজিৎ সিং-এর কনসার্ট নিয়ে গত তিন মাস ধরেই চর্চা ছিল তুঙ্গে। একের পর এর খবরে নজর রেখেছিলেন সকলেই। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা খবর। প্রথমে ইকো পার্কে এই শো হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সেই শো-এর বাতিল হওয়ার খবর সামেন আসে। তারপরই স্থির হয় নতুন ভেনু। অ্যাকোয়াটিকা, গোটা নিউটাউন জুড়ে সেদিন ব্যস্ততা ছিল তুঙ্গে। অরিজিৎ সিং এর কনসার্ট বলে কথা। গত কয়েকমাস ধরেই এউ কনসার্ট নিয়ে নানা জল্পনা বর্তমান। সকলের মনেই প্রশ্ন জেগেছিল যখন হাজার হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরও শো বাতিল করা হয়েছিল, তবে কি শো হবে না। প্রশ্ন উঠেছিল তবে কি অরিজিতের কনসার্ট বাতিল কলকাতায়!
না, এমনটা বাস্তবে ঘটেনি। বরং উল্টো ছবিটাই ছিল বর্তমান। অরিজিৎ সিং-এর কনসার্টের ভেনু পাল্টে আবারও সুখবর সামনে এসেছিল। ভালবাসার সপ্তাহেই শহরে আসেন অরিজিৎ। এই সুবাদেই শহরে বাড়তি পুলিশের আনাগোনা দেখা যায় অরিজিতের কনসার্ট উপলক্ষ্যে। পুরো নিউটাউন জুড়ে চলে সেদিন নাকা চেকিং-ও। এসবের মধ্যেই সেজে ওঠে অ্যাকোয়াটিকা। সন্ধে হতেই গমগম করে ওঠে গোটা এলাকা। অরিজিৎ সিং-এর গানে এদিন মেতে উঠতে কেই না এসেছিলেন।