Asha Bhosle Birthday: আশা ভোঁসলের ৮৯তম জন্মদিন কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2022 | 10:51 PM

Asha Bhosle: ৮৯ বছর পূর্ণ করলেন কিংবদন্তী সঙ্গিতশিল্পী আশা ভোঁসলে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন জুড়ে পালিত হয়েছে তাঁর জন্মদিন। তবু পরিবার চায়নি জাঁকজমকের সঙ্গে জন্মদিন পালন করতে।

Asha Bhosle Birthday: আশা ভোঁসলের ৮৯তম জন্মদিন কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?
কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?

Follow Us

৮৯ বছর পূর্ণ করলেন কিংবদন্তী সঙ্গিতশিল্পী আশা ভোঁসলে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন জুড়ে পালিত হয়েছে তাঁর জন্মদিন। তবু পরিবার চায়নি জাঁকজমকের সঙ্গে জন্মদিন পালন করতে। কেন? টাইমস অব ইন্ডিয়াকে কারণ জানালেন নাতনি জানাই ভোঁসলে। তাঁর কথায়, “আমার ঠাকুমার হয়তো আজ ৮৯ হল। কিন্তু মনের দিক থেকে তিনি এখনও ২০। আজ পরিবারের জন্য নিজের হাতে রান্না করেছেন তিনি।” তাও কেন জন্মদিন ছোট করে? জানাই জানিয়েছেন, এ বছরই দিদি লতা মঙ্গেশকরকে হারিয়েছেন আশা। সেই দুঃখের রেশ এখনও ছড়িয়ে রয়েছে পরিবার জুড়েই। আর সে কারণেই ছোট করেই হয়েছে উদযাপন।

তিনি জানিয়েছেন, বড় কোনও অনুষ্ঠানের পরিবর্তে ছোট করেই হয়েছে উদযাপন। তবু ইন্ডাস্ট্রির অল্প কিছু মানুষ তাঁর বাড়িতে হাজির হয়েছেন শুভেচ্ছা জানাতে। এঁদের মধ্যে রয়েছে, পুনম ঢিলো থেকে শুরু করে জ্যাকি শ্রফ। ফলের তৈরি কেক বড় পছন্দ আশার। রাখা হয়েছিল তাও। এদিনই সকালে জানাই তাঁর ইনস্টাগ্রাম থেকে ঠাকুমার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন। এক মিষ্টি কবিতার মাধ্যমে ঠাকুমার প্রতি ভালবাসা ব্যক্ত করেছিলেন তিনি। সেই পোস্টে ছড়িয়ে পড়েছিল শুভেচ্ছাও।

Next Article