ব়্যাপার বাদশা বেশ জনপ্রিয়। তাঁর একের পর এক গান ভক্তমনে রাতারাতি জায়গা করে নেয়। যেকোনও বড় ছবি থেকে শুরু করে অ্যালবাম, তাঁর গান পলকে জায়গা করে নেয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং-এ। ফলে বাদশার ভক্তের সংখ্যাও নেহাতই কম নেই। তবে এবার সেই ভক্তদের রোষের মুখে পড়তে হল বাদশাকে। এ কী কাণ্ড করে বসলেন গায়ক? মেনে নিতে পারলেন না অনেকেই। ঝড়ের গতিতে ভাইর হল এবার তাঁর সনক গান। মহাদেবকে নিয়ে গাওয়া গানে এ কেমন শব্দ? গানের কথা নিয়ে রীতিমত রোষের মুখে পড়তে হয় তাঁকে। প্রতিবাদ জানিয়ে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার বিরুদ্ধে করলেন আইনি পদক্ষেপ।
পুরোহিত অভিযোগ করেন, ‘সনক’ গানে ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। যা ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে। এখানেই তিনি হয়, বাদশার বিরুদ্ধে রীতিমত পুলিশের কাছে দায়ের করলেন এফআইআর। তবে বিতর্ক তুঙ্গে ওঠার কিছুদিন মুখে কুলুপ এঁটেছিলেন বাদশা। তবে খুব বেশিদিন চুপ থাকা নয়, এবার সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গায়ক। দীর্ঘ একটি পোস্ট করে লিখলেন, ‘এটা আমায় জানান হয়েছে, উল্লেখ করা হয়েছে যে আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গান সনক, দুঃখজনকভাবে কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আমি কখনই স্বেচ্ছায় বা অনিচ্ছায় কারও অনুভূতিতে আঘাত করব না। এই সৃষ্টি এবং সগান রচনাগুলি আমার ভক্তদের জন্যই তো, এর সঙ্গে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে রয়েছে।’
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘আমি আমার টিমকে গানের ওই অংশগুলি পাল্টে দেওয়ার জন্য জানিয়েছি। আপত্তিকর শব্দগুলি বদল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে সবটা মিটতে কিছুটা সময় লাগবে। এটা আরও কিছুদিন পর নতুনভাবে ডিজিটাল প্ল্যার্টফর্মে মুক্তি পাবে। যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি মন থেকে ক্ষমাপ্রার্থী।’