Bengali Documentary: কলকাতার পরিচালকের বাঙালী ব্যাঙের সহজ ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাবিদার

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 08, 2022 | 3:06 PM

Tale of A Bengali Frog: ৭ম বেঙ্গল ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে মনোনীত হয় 'টেল অব অ্যা বেঙ্গলী ফ্রগ', বাঙালী ব্যাঙের গল্প।

Bengali Documentary: কলকাতার পরিচালকের বাঙালী ব্যাঙের সহজ ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাবিদার

Follow Us

নন্দন পাল 

ছ’জন বাঙালি বিজ্ঞানী, জয়াদিত্য পুরকায়স্থ, মধুরিমা দাস, কিংশুক মণ্ডল, শিবাজী মিত্র, অনির্বাণ চৌধুরী ও ইন্দ্রনীল দাস ২০১৯-এ খুঁজে পেয়েছিলেন ব্যাঙের একটি নতুন প্রজাতি Polypedates bengalensis, বাংলার ব্যাঙের তালিকায় নবতম সংযোজন এই ব্যাঙ। বাংলায় প্রথম দেখা যাওয়া এর বিজ্ঞানসম্মত নাম পলিপেডেটস বেঙ্গালেনসিস। এই ব্যাঙকে নিয়ে তথ্যচিত্র তৈরি করে প্রশংসা পেয়েছিলেন নির্মাতা ডঃ জ্যোতির্ময় দেব। ইতিমধ্যে এই তথ্যচিত্রের মুকুটে নতুন পালক জুটেছে ২০২২-এর ৪র্থ স্ক্রীন অনলাইন ফিল্ম ফেস্টিভ্যালে। তারপর ৭ম বেঙ্গল ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে মনোনীত হয় ‘টেল অব অ্যা বেঙ্গলী ফ্রগ’ (Tale of A Bengali Frog), বাঙালী ব্যাঙের গল্প। ডঃ জ্যোতির্ময় দেবের এই তথ্যচিত্র এবার ১২তম জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ২০২২-এ প্রতিযোগিতা পর্বে মনোনীত হয়েছে. ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব।

ডঃ দেব বলছেন, প্রকৃতি এবং তার সম্পদগুলি সম্বন্ধে ছোটদের উৎসাহ বৃদ্ধি করানোর জন্যই এই তথ্যচিত্র তৈরি করেছেন তিনি। সাকুল্যে এক সপ্তাহ দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার, উত্তর ২৪ পরগনার বাদু আর হাওড়ার বিভিন্ন অঞ্চলে শ্যুট হয় ছবিটির।

ডঃ দেব  বলেন, “কঠিন কথা আর তত্ত্বের কচকচানি নয় আমি চেয়েছিলাম সহজ একটা ডকুমেন্টেশন। ভাষাটা বাংলাতেই রেখেছিলাম ডেলিবারেটলি।” নতুন প্রজাতির ব্যাঙ খুঁজে পাওয়া, তার নামকরণ এবং সেই সংক্রান্ত সব খুঁটিনাটি নিয়ে এই বাঙালী ব্যাঙের গল্প। রয়েছে সংরক্ষণের কথা, বৈজ্ঞানিক তত্ত্ব কিন্তু সহজ সরল ভাবে। যাঁরা সচরাচর তথ্যচিত্র দেখেন না তাঁদের কাছে ছবিটি পৌঁছে দিতে ছবিতে ব্যবহৃত হয়েছে নানা ছবি, গ্রাফিক্স এবং অ্যানিমেশন।

পরিচালকের আক্ষেপ বিদেশে দর্শকরা তথ্যচিত্র টিকিট কেটে হলে দেখতে যায়, শর্ট ফিল্ম দেখতে পায়, অথচ আমাদের দেশে সেই সুযোগ প্রায় নেই। অনেক ভাল কাজ তাই মানুষের কাছে পৌঁছতেই পারে না। যদিও ইন্দ্রাণী চক্রবর্তীর ছবি ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ দেখানো হয়েছিল হলে। তবে এরকম খুব একটা হয় না বলে জানিয়েছেন জ্যোতির্ময়।

এর আগে ২০১৮এ বিজ্ঞান চলচ্চিত্র উৎসবে ডঃ জ্যোতির্ময় দেবের তৈরি দেশের প্রথম মহিলা বিজ্ঞানী, পদ্মভূষণ অসীমা চট্টোপাধ্যায়ের ওপর তৈরি তথ্যচিত্র পুরস্কৃত হয়।

Next Article