২ জানুয়ারি, ২০২৩। সেন পরিবারের কাছে দিনটা স্বজন হারানোর। তাঁদের বছরটাই শুরুই হল মাতৃবিরোগে। কেবল তাই নয়। বাংলার সমগ্র সঙ্গীতজগৎ আজ হারাল ‘আম্মা’কে, অর্থাৎ মাকে। প্রয়াত হয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২০ ডিসেম্বর। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁকে সোমবার (১ জানুয়ারি, ২০২৩) বাড়িতে নিয়ে আসে পরিবার। কন্যা শ্রাবণী সেন TV9 বাংলাকে জানান, তিনি ভাল নেই। আর রাত পোহালেই মাতৃহারা হন শ্রাবণী সেন এবং ইন্দ্রাণী সেন (তাঁরা দু’জনেই রবীন্দ্রসঙ্গীতের প্রতিথযশা শিল্পী)।
সুমিত্রা সেনের মৃত্যুতে শোকস্তব্ধ নবযুগের বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী। জানালেন তিনি প্রথমে TV9 বাংলার থেকেই এই দুঃসংবাদ জানতে পেরেছেন। তিনি শ্রাবণী সেনের সঙ্গে যোগাযোগ করবেন। এও জানালেন, সুমিত্রা সেনকে ‘আম্মা’ বলে ডাকতেন ইমন।
সুমিত্রা সেন সম্পর্কে ইমন চক্রবর্তী যা বললেন:
শ্রদ্ধেয়া শ্রী সুমিত্রা সেনকে আমি ‘আম্মা’ বলে ডাকতাম। ওঁর চলে যাওয়া অনেকটা আমার কাছে মাথার উপর ছাদ চলে যাওয়ার মতো। আমি খবরটা আপনাদের থেকেই প্রথম পেলাম। আমি অবশ্যই রুপুদির (শ্রাবণী সেনের ডাক নাম) সঙ্গে যোগাযোগ করব এবং যাওয়ার চেষ্টা করব।
অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মানুষটাকে ঘিরে। আমার জীবনের প্রথম রিয়্যালিটি শো ‘রবিকিরণ’-এ অংশগ্রহণ করেছিলাম। সেখানে শ্রী সুমিত্রা সেন বিচারক ছিলেন। আমরা যাঁরা ফাইনালিস্ট ছিলাম, সকলে একসঙ্গে খেতে গিয়েছিলাম। আমাদের অনেক টিপস দিতেন আম্মা। আমি কয়েকদিন রুপুদির কাছে গানও শিখেছিলাম। সেই হিসেবে কিছু টিপসও পেয়েছিলাম। সত্যি খারাপ লাগছে খবরটায়। আমার মনে হচ্ছে যে, একটা প্রজন্মের সমাপতন হল।
রবীন্দ্রনাথের গানের ‘গোল্ডেন এরা’র সমাপতন হল। আম্মা প্লেব্যাকেও গান করেছিলেন রবীন্দ্রনাথের গানের। আসলে তাঁর গাওয়া গানের একটা ইউনিকনেস ছিল। সেই সময় রবীন্দ্রনাথের গান যাঁরাই গাইতেন, তাঁদের মধ্যে ম্যানারিজ়ম ছিল। ‘সো কল্ড’ রাবীন্দ্রিক টাচ থাকত। কিন্তু সেই ম্যানারিজ়মেও আধুনিকতার ছোঁয়া এনেছিলেন আম্মা। সেই একই ধারা আমরা সাগর সেনের গানেও পেয়েছি। একই ভাবে আবার শ্রাবণীদির গানেও পাই। সেই জন্যই আপামর শ্রোতার কাছে আম্মার গান একটা আলাদা মাত্রা পেয়েছে।
সুমিত্রা সেনের চলে যাওয়া নিঃসন্দেহে দুঃখজনক। আবার এটাও বলব, তিনি তাঁর জীবনের সম্পূর্ণটা বেঁচেছেন। তিনি গানের মধ্যে বেঁচেছেন। তিনি ঈশ্বরের আশীর্বাদধন্যা হোন। যেখানেই থাকুন ভাল থাকুন।