অরিজিৎ সিং এবং রূপম ইসলাম – বাংলা সঙ্গীতজগতের দুই নক্ষত্র। দু’জনের খ্যাতি দু’রকমের। গত শনিবার (১৮.০২.২০২৩) অ্যাকোয়াটিকায় একটি কনসার্ট হয় অরিজিৎ সিংয়ের। শ্রোতার সমাগম ছিল চোখে পড়ার মতো। সেই শ্রোতাদের মধ্যে হাজির ছিলেন রূপম ইসলামও। মঞ্চে দাঁড়িয়ে রূপমের গাওয়া একটি গান গেয়েছিলেন অরিজিৎ। তা দেখে আনন্দে আত্মহারা রূপমও তাঁর কাছে গিয়ে গলা মেলাতে শুরু করেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকের মনে প্রশ্নও জেগেছে, তা হলে কি রূপমের সঙ্গে আগামীদিনে কোনও গান গাইবেন অরিজিৎ? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন রূপম একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। TV9 বাংলাকেই বা তিনি আলাদা করে তিনি কী বলেছেন?
ইনস্টাগ্রামে অরিজিৎকে পাশে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রূপম ইসলাম। তিনি লিখেছেন, “এর আগে একটি ঘটনা ঘটেছিল। প্রিয় কনসার্টে অতর্কিতে একটি গান গাওয়া হয়ে গিয়েছিল। সেটা প্ল্যান করা ছিল না। কিন্তু আজকে যে আমরা দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে আছি, এটার পিছনে কিন্তু অনেকদিন ধরেই আমাদের একটা প্ল্যানিং আছে। কথা ছিল, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব এবং একসঙ্গে হয়তো কাজও করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার পরেই যে, একসঙ্গে কি আমরা কাজ করব?”
অরিজিৎ ভাঙা গলা নিয়েই উত্তরে বলেছেন, “নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব।” তারপর গিটারে রূপমেরই একটি গান বাজাতে শুরু করেন অরিজিৎ। ‘বাহ্’ বলে ওঠেন রূপম। তারপর গাইতে শুরু করলেন ‘কেন করলে এরকম’ গানটি। অরিজিৎকে আলিঙ্গন করে বলেন, “এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা সময়। সব সময়ই কখনও আমি স্টেজে, অরিজিৎ অডিটোরিয়ামে, কখনও আমি অডিটোরিয়ামে, অরিজিৎ স্টেজে উপস্থিত থেকেছি। এই যে শেষমেশ আমাদের দেখাটা হল, এখান থেকেই শুরু হবে আমাদের নতুন কাজ।”
কিন্তু কী সেই নতুন কাজ, তা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে বলেননি রূপম। তবে TV9 বাংলা যোগাযোগ করায় রূপম বলেছেন, “দুটি সঙ্গীত প্রকল্প। গানের সংখ্য়া নিয়ে এখনই মন্তব্য করব না। তবে অনুষ্ঠান নয়।”