শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ দীপিকা পাড়ুকোন। নিয়ে যেতে হল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসের সমস্যা অনুভব করছিলেন তিনি। শরীরেও অস্বস্তি দেখা দিয়েছিল। হৃদস্পন্দনেরও অস্বাভাবিক ওঠানামার ফলেই দেরি না করেই চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও স্বস্তির খবর, এই মুহূর্তে তিনি সুস্থ অনুভব করায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তিনি ফিরে এসেছেন শুটে।
আর কী জানা যাচ্ছে এ ব্যাপারে? কল্পবিজ্ঞানমূলক ছবি ‘কে’র শুটে চেন্নাইয়ে রয়েছেন দীপিকা। সূত্র জানাচ্ছেম বিগত বেশ কিছু দিন ধরেই মারাত্মক কাজের চাপ বেড়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এ দিনই হঠাৎ করেই শরীর খারাপ লাগতে শুরু করে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে, “দীপিকা অনুভব করেন তাঁর হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে। তবে এখন সুস্থ হয়ে ও আবার কাজে ফিরে এসেছে”। দীপিকার ওই ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা প্রভাসকে। প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন ও দিশা পাটানি।
কিছু দিন আগেই কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেছেন দীপিকা। ওই চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকাউ দেখা গিয়েছিল তাঁকে। সেখানে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল ছবি বিচার করার বিষয়টি কি দীপিকার কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে? সেই সময় দীপিকা উত্তর দেন, “আমার মনে হয়, আমরা সকলেই জানি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।… আমরা দর্শক হিসেবেই নিজেদের মনে করব কিংবা সেই কমবয়সি শিশুটির মতো হয়ে যাব যে ভালো ছবি দেখতে দেখতে বড় হয়েছে ও অনুপ্রেরণা পেয়েছে।” কানের দীপিকার লুকও প্রশংসিত হয়েছিল বেশ। তবে দেশে ফিরেই ব্রেক না দিয়েই শুরু করে দিয়েছিলেন শুটিং। অত্যধিক কাজের চাপই শরীর খারাপের কারণ বলেই মনে করছেন চিকিৎসকরা।