বিশেষ দিন গুলো পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন ক্যাটরিনা কাইফ। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে যখন জমিয়ে চলেছে তাঁর সেলিব্রেশন, তখন আবারও মাথাচাড়া দিয়ে উঠল তাঁর মা হওয়ার গুঞ্জনও। নেপথ্যে একই ছবি। পরিবারের সঙ্গে বড়দিন পালনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। স্বামী ভিকি কৌশল, তাঁর ভাই, শ্বশুর-শাশুড়ি ও বোন ইসাবেলাকে নিয়ে ছবি শেয়ার করেছেন ক্যাট। বড়দিন মানেই তাতে লাল ও সাদার আধিক্য। তাঁদের পোশাকেও দেখা গিয়েছে রঙমিলান্তি। ছবিতে ভিকির মা’কে জড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। হাসি-হাসি মুখ সকলেরই। ক্যাটরিনা দাঁড়িয়ে রয়েছেন ভিকির মায়ের ঠিক পিছনে, খানিক আড়ালেই। আর তা থেকেই গুঞ্জন, তবে কি বেবিবাম্প লুকোচ্ছেন ক্যাট? তাঁদের বিয়ের পর থেকেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে চলেছে নানা জল্পনা। বড়দিনেও যেন তাঁর ব্যতিক্রম হল না।
ক্যাটরিনা ও ভিকির সুখের সংসার। কিছু দিন আগেই বিয়ের এক বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।
প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।