Kiara-Sidharth: ছেলের বিয়ের মাঝেই সিদ্ধার্থের বাবার সঙ্গে ঘটল বড় অঘটন

Kiara-Sidharth: গত ৭ তারিখ বিয়ে করেছেন তাঁরা। ধুমধাম করে মিটেছে বিয়ের অনুষ্ঠান। নববিবাহিত দম্পতিকে দেখে চোখ ফেরাতে পারছেন না সকলেই

Kiara-Sidharth: ছেলের বিয়ের মাঝেই সিদ্ধার্থের বাবার সঙ্গে ঘটল বড় অঘটন
ছেলের বিয়ের মাঝেই সিদ্ধার্থের বাবার সঙ্গে ঘটল বড় অঘটন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 1:25 PM

বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। রিসেপশন উদযাপনে উড়ে গিয়েছেন দিল্লিতে। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের রিসেপশন। তবে জানেন কি, সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানের মধ্যেই গত ৬ তারিখ আচমকাই উৎকণ্ঠা দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রাকে ঘিরে। গত ৬ তারিখ রাজস্থানের জয়সালমীরের প্রাসাদপম হোটেল যখন চলছিল সিড-কিয়ারার সঙ্গীতের অনুষ্ঠান আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সূত্র জানাচ্ছে, হঠাৎই বমি করতে শুরু করেন তিনি। একটুও দেরি না করে ডাকা হয় চিকিৎসক। হোটেল রুমেই আপদকালীন পরিস্থিতিতে শুরু হয় চিকিৎসা। যদিও অনুষ্ঠান থামেনি। জানা গিয়েছে, খুব কম আওয়াজে গান চালিয়ে হয় অনুষ্ঠান। যদিও কিছুঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন সুনীল মালহোত্রা। ফের ধুমধাম করে শুরু হয় সঙ্গীতের অনুষ্ঠান। যা চলে রাত আড়াইটে পর্যন্ত। তবে আনন্দের মরসুমে হঠাৎই সুনীল মালহোত্রার অসুস্থতায় সবাই যে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

গত ৭ তারিখ বিয়ে করেছেন তাঁরা। ধুমধাম করে মিটেছে বিয়ের অনুষ্ঠান। নববিবাহিত দম্পতিকে দেখে চোখ ফেরাতে পারছেন না সকলেই। কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।