নতুন বছর হাজির। বিশ্বজুড়ে সবাই সাদরে আমন্ত্রণ জানিয়েছে ২০২৩কে। তারকারাও বাদ যান কেন? সোশ্যাল মিডিয়া খুললেই এখন সেলিব্রিটিদেরও উদযাপনের ছবি। বাদ গেলেন না ইমন চক্রবর্তীও। স্বামী নীলাঞ্জন দাসের সঙ্গে চুম্বনের ছবি দিয়েই বছর শুরু হল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার। একটি ছবি পোস্ট করেছেন যে ছবি ভরা আদরে-সোহাগে। ঘরোয়া পোশাকে দুজনের ঠোঁট দুজনকে করেছে আলিঙ্গন। আর ইমনও জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। এমনিতে বহুবার ট্রোলের মুখোমুখি হলেও এই ছবিতে ট্রোল্ড হতে হয়নি তাঁকে। বরং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাঁদের ভালবাসাকে কুর্নিশ নেট নাগরিকদের একটা বড় অংশের। এ তো গেল প্রেমের কথা। বছরের শেষ দিনও ইমনের কাছে ছিল দারুণ স্পেশ্যাল। হবে নাই-বা কেন, যে মানুষটার সঙ্গে একটা বার কথা বলার জন্য কত চেষ্টা করেছেন তাঁর সঙ্গেই শো করতে এসে আবেগঘন হয়ে পড়েছিলেন গায়িকা। মানুষটির নাম মীর আফসার আলি।
মীরের সঙ্গে ট্রেনযাত্রার এক ছবি শেয়ার করে ইমন লিখেছিলেন, “তুমি হয়তো জান না, মীর আফসার আলি, যখন হাউ মাউ খাউ হতো তখন কতবার ফোন করে বলেছিলাম একবার মীরদার সঙ্গে কথা বলব।। বলিয়ে দাও। কেউ শোনেনি।” ওই রিয়ালিটি শো’য়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত মীরকে। সাফল্য তখনও ইমনকে ছোঁয়নি। ই পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে চেয়েও বারেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। ইমন লিখছেন, “আজকে মালদহ যাওয়ার পথে এক ট্রেনে এ প্রায় পাশাপাশি বসে যাওয়া। আর এই ছবিটা তোলা। আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি আমাদের ইমোশন মীর। তোমাকে আমরা খুব ভালবাসি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ইমনের গান ‘মনের মতো পাগল পেলাম না’। গানটির মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন সপ্তর্ষি চৌধুরী, মণিকা দে, অমিত দাস। গানটির সুর ও কথা দেবজ্যোতি কর।
গান নিয়ে এর আগে ইমন বলেছিলেন, “খুব মজা করে গানটি করলাম। আমার ভীষণ ভাল লেগেছে”। তবে শুধু গানই নয় ছবি ও সিরিজেও কাজ করছেন ইমন। সঙ্গে রয়েছে রোম্যান্স। তাঁকে নতুন বছরের শুভেচ্ছা।