সোশ্যাল মিডিয়ায় কিছু ইম-পারফেক্ট ছবি পোস্ট হয়েছে করিনা কাপুর খানের। একা তিনি নন, তাতে রয়েছে তাঁর পরিবারও। ঘটনাটি ঘটে দীপাবলির দিন। প্রত্যেকে সুসজ্জিত অবস্থায়–সাইফ আলি খান, করিনা কাপুর খান, তৈমুর আলি খান এবং জেহ। প্রত্য়েকেই পারফেক্ট দীপাবলির ছবি ছবি তোলার জন্য ব্যস্ত ছিলেন। তৈমুর যদিও তাঁর বাবার পাশে শান্তভাবে দাঁড়িয়ে ছিল। কিন্তু জেহকে আয়ত্তে আনা ছিল কঠিন ব্যাপার। এখন তার প্রায় দু’বছর বয়স। অসম্ভব দুরন্ত সে। সারাক্ষণই ছুটে বেড়ায়। তাকে এক জায়গায় শান্তভাবে কিছুতেই দাঁড় করানো যায় না। ছবি তোলা ভীষণই কঠিন বিষয় হয়ে পড়ে। করিনা যদিও খুব কষ্ট করে জেহকে নিজের কাছে দাঁড় করাতে চাইছিলেন। কিন্তু সে এদিক-সেদিক ছুটে পালিয়ে যাচ্ছিল। এক জায়গায় কিছুতেই থিতু হচ্ছিল না। সেই অবস্থাতেই ছবি তোলা হয়েছে।
সাইফ আলি খানকে বিয়ে করার পর দুই পুত্রের জননী হয়েছেন করিনা কাপুর খান। প্রথম সন্তান তৈমুর আলি খান দেশের অন্যতম সেরা তারকা সন্তানের শিরোপা পেয়েছে ইতিমধ্য়েই। তৈমুর এত মিষ্টি যে ছোটবেলায় তার আদলে পুতুলও তৈরি করা হয়েছিল। অন্যদিকে জেহ খানিকটা কাপুর পরিবারের মতো দেখতে। সেও ভীষণ মিষ্টি। তৈমুরকে দেখতে সাইফের মতো। জেহ তাঁর মায়ের কার্বোন কপি।
করিনা কাপুর খানকে শেষ বার দেখা গিয়েছে সুজয় ঘোষের ছবি ‘জানে জা’ ছবিতে। সাসপেন্স থ্রিলার ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। এবং সেই ছবিতে করিনার পারফরম্যান্স মন ছুঁয়েছে সক্কলের।