Bela Bose: নীরবেই চলে গেলেন বেলা বোস, ৮১-তে নিভল জীবনপ্রদীপ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 21, 2023 | 9:52 PM

Bela Bose: প্রয়াত হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী বেলা বোস।

Bela Bose: নীরবেই চলে গেলেন বেলা বোস, ৮১-তে নিভল জীবনপ্রদীপ
বেলা বোস।

Follow Us

প্রয়াত হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী বেলা বোস। বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল অর্থাৎ সোমবার মারা যান তিনি। না, এই বেলা অঞ্জন দত্তের ফিকশনাল চরিত্র নন, স্বর্ণযুগের এই অভিনেত্রী কাজ করেছেন অন্তত ২০০-র বেশি হিন্দি ছবিতে। মণিপুরী নৃত্যে তাঁর ছিল অসম্ভব দক্ষতা। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে ‘জিনে কি রাখ’, ‘শিখর’, ‘জয় সন্তোষী মা’সহ অন্যান্য। তাঁর সময়ে হেলেন ও অরুণা ইরানির মতো বেলা বোসের নৃত্যশৈলীও ছিল দর্শকদের বড়ই প্রিয়।

পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। এ দিন অর্থাৎ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন কাছের মানুষ, আত্মীয়-পরিজনেরা। রাজ কাপুরের ছবি ‘ম্যায় নসে মে হু’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। পরিচালক আশিস কুমারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর যদিও তাঁকে আর সে ভাবে পর্দায় দেখা যায়নি। ব্যস্ত হয়ে পড়েন সংসার ছিলেন। তাঁর ছেলে ও মেয়ে রয়েছে। তাঁরা যদিও মায়ের মতো কেউই অভিনয় জগতে পা রাখেননি। রয়েছে নাতিও। সব মিলিয়ে সুখের সংসার।

সেই সংসারেই হঠাৎই ভাঙন, চলে গেলেন বেলা। এ দিন তাঁর শেষকৃত্যে যদিও বলিউড থেকে হাজির থাকেননি কোনও নামজাদা। দেখা যায়নি ক্যামেরার ভিড়। তবু নামের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন তিনি। যদিও ফোন হয়তো বেজে যাবে আজও… ধরা হবে না বেলা বোসের।

Next Article