Jr NTR: হঠাৎ ‘গৃহবন্দি’ জুনিয়র এনটিআর, আগামী ৬ সপ্তাহ ভক্তদের সামনে কেন আসবেন না?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 09, 2022 | 2:14 PM

South Actor: খবর সামনে আসতেই উদ্বেগ ছড়াল ভক্তদের মধ্যে। টানা ছয় সপ্তাহ বাড়িতেই থাকতে চলেছেন অভিনেতা। এমন কী হল!

Jr NTR: হঠাৎ গৃহবন্দি জুনিয়র এনটিআর, আগামী ৬ সপ্তাহ ভক্তদের সামনে কেন আসবেন না?

Follow Us

জুনিয়র এনটিআর, ঝড়ের গতিতে এই নাম গোটা দেশে ছড়িয়ে পড়েছিল রাজামৌলির ছবি আরআরআর-এর হাত ধরে। রাতারাতি বক্স অফিসে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা জুনিয়ার এনটিআর। দক্ষিণী দুনিয়ায় বরাবরই তিনি দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন। প্রথম থেকেই পরতে-পরতে ভক্তদের ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই সুপারস্টারকে ঘিরে এখন ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। আরআরআর ছবির পর একাধিক প্রোজেক্টের কাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অভিনেতা। চলতি মাসে একাধিক ছবির স্ক্রিপ্ট পড়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই পরিকল্পনা এবার বাতিল করলেন অভিনেতা।

খবর সামনে আসতেই উদ্বেগ ছড়াল ভক্তদের মধ্যে। টানা ছয় সপ্তাহ বাড়িতেই থাকতে চলেছেন অভিনেতা। এমন কী হল! অনেক ক্ষেত্রে নিজেদের আগামী ছবির লুক লুকিয়ে রাখতে অভিনেতারা এভাবে নিজেকে আড়াল করে রাখেন। তবে সেক্ষেত্রে শুটিং সেটে থাকে তাঁদের হাজিরা। তবে এবার বিষয়টা গেল পাল্টে। কোনও লুকের জন্য নয়। ডাক্তারের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। পায়ে চোট পেয়েছেন তিনি। শুটিং করতে গিয়ে ঘটে বিপত্তি। গোড়ালীতে আঘাতের ফলেই তিনি এখন রয়েছেন বিশ্রামে।

সেই কারণেই শুটিং থেকে বেশি কিছুটা বিরতি নিতে হল তাঁকে। যার ফলে আগামী ছবির শিডিউল বেশ কিছুটা পিছিয়ে গেল। এরপরও বেশকিছু ছবির স্ক্রিপ্ট পড়াও হয়ে গেল স্থগিত। যার ফলে বেজায় সমস্যার মুখে পড়তে হল ছবি নির্মাতাদের। নিজের স্টান্ট নিজে করতে গিয়েই এই বিপত্তি ডেকে আনেন জুনিয়র এনটিআর। যদিও এই সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কিছু লেখেননি তিনি। তবে খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করলেন।

Next Article