KRK Arrested: মরণাপন্ন ঋষি-ইরফানকে নিয়ে ‘কুৎসিত’ টুইট! গ্রেফতার হলেন কেআরকে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 30, 2022 | 12:57 PM

KRK Arrested: ঠিক কোন কোন টুইটের ভিত্তিতে কমল খানকে গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত জানা না গেলেও ২০২০ সালে ঋষি কাপুর ও ইরফানকে নিয়ে কদর্য টুইট করেছিলেন কেআরকে

KRK Arrested: মরণাপন্ন ঋষি-ইরফানকে নিয়ে কুৎসিত টুইট! গ্রেফতার হলেন কেআরকে
গ্রেফতার হলেন কেআরকে

Follow Us

গ্রেফতার হলেন স্বঘোষিত চিত্র সমালোচক কেআরকে ওরফে কমল রসিদ খান (কুমার)। ২০২০ সালে করা কিছু কদর্য টুইটের ভিত্তের তাঁকে গ্রেফতার করেছেন মুম্বই পুলিশ। আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এ দিনই তাঁকে আদালতে তোলা হবে। সংবাদ সংস্থা এএনআইকে মুম্বই পুলিশের পক্ষ থেকে বলা হয়, “মুম্বই বিমানবন্দরে পৌঁছন মাত্রই কমল খানকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে বরিভেলি আদালতে তোলা হবে।”

ঠিক কোন কোন টুইটের ভিত্তিতে কমল খানকে গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত জানা না গেলেও ২০২০ সালে ঋষি কাপুর ও ইরফানকে নিয়ে কদর্য টুইট করেছিলেন কেআরকে। মৃত্যুশয্যায় শায়িত দুই অভিনেতাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা তাঁর কাছে ছিল নেহাত রসিকতা। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ২০২০ সালের ৩০ এপ্রিল এক টুইটে কমল লিখেছিলেন, ঋষি কাপুর হয়তো মারা যাবেন না কারণ মদের দোকান খুলে যাচ্ছে (সে সময় করোনার কারণে লকডাউন হওয়ার মদের দোকান বন্ধ ছিল)। এখানেই শেষ নয়, ইরফান খানকে নিয়েও তিনি করেছিলেন অবমাননাকর মন্তব্য। এর পরেই যুব সেনার সদস্য রাহুল কানাল কেআরকে’ বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এ প্রসঙ্গে পুলিশের উচ্চপদস্থ অফিসারের বক্তব্য, “মৃত অভিনেতাদের নিয়েও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় দন্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।”

কেআরকে মানেই বিতর্ক। অতীতেও বিভিন্ন ব্যক্তিত্বকে নানা কুৎসিত মন্তব্য করেছেন। কিছুদিন আগে তিনি লিখেছিলেন বিরাট কোহালির হতাশার নেপথ্যে নাকি দায়ী স্ত্রী অনুষ্কা শর্মা। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন হৃতিক রোশন নাকি কঙ্গনার ব্যক্তিগত ছবি তাঁকে দেখিয়েছিলেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হয়েছে মানহানির মামলা। এবার তিনি পুলিশের জালে। তাঁর জেল হেফাজত হবে নাকি তিনি জামিনে ছাড়া পাবেন এখন সেটাই দেখার।

Next Article