Karthikeya 2: বৃন্দাবনের ইস্কন-প্রাঙ্গনে মুক্তি পেল অনুপম খের অভিনীত তেলুগু ছবির টিজ়ার, কী এমন আছে তাতে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2022 | 6:03 PM

New Film: ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। পুরোদমে প্রচার চলছে ছবির। ছবির সাফল্য নিয়ে আশাবাদী গোটা টিম।

Follow Us

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘কার্তিকেয়’ ছবির প্রথম অংশ। ২০২২ সালে, দীর্ঘ ৮ বছর পর মুক্তি পেতে চলেছে সিকুয়্যেলটিও। তেলুগু ভাষায় তৈরি হয়েছে ‘কার্তিকেয় ২’। ডাব করা হয়েছে আরও দুটি ভারতীয় ভাষায় – হিন্দি এবং তামিল। ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন চন্দু মন্দেতি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ। রয়েছেন অনুপম খের, অনুপমা পরমেশ্বরন, শ্রীনিবাস রেড্ডি, বিভা হর্ষ এবং আদিত্য মেনন। কোরিওগ্রাফি করেছেন কার্তিক ঘট্টমানেনি। সঙ্গীত তৈরি করেছেন কাল ভৈরব। কার্তিকেয়র সিকুয়্যেলে থাকছে মনুস্মৃতি শ্লোকও। নিজস্ব দৃষ্টিভঙ্গীতে ছবি তৈরি করেছেন চন্দু। শোনা যাচ্ছে, অনেক লেখাপড়া করেছেন। গবেষণা করেছেন পরিচালক। আরও বড় চমক, ছবির টিজ়ার মুক্তি পেয়েছে বৃন্দাবনের ইস্কন মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করল ‘কার্তিকেয় ২’।

বিষয়টি নিয়ে টিজি বিশ্বপ্রসাদ বলেছেন, “পৌরাণিক ও ঐতিহাসিক গল্প বলে ‘কার্তিকেয় ২’-এর প্রতিটি চরিত্র। ইতিহাস এবং প্রাচীন স্ক্রিপ্ট সম্পর্কে পরিচালক চন্দুর অগাধ জ্ঞান। ‘কার্তিকেয় ২’ একটি দারুণ গল্প।”

এ বিষয়ে প্রযোজক অভিষেক আগরওয়াল বলেছেন, “‘কার্তিকেয়া ২’ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। চন্দু যখন চিত্রনাট্য শুনিয়েছিলেন, আমাদের দারুণ ভাল লেগেছিল। তখনই ঠিক করে নিই ছবিটা আমরা তৈরি করবই। এটি এমন একটি ছবি, যা দেখলে দর্শক ধর্মকে উদযাপন পারবেন। পাশাপাশি মনও প্রফুল্ল থাকবে। দর্শককে একটি দুঃসাহসিক পথে নিয়ে যাবে এই ছবি। রহস্যে ভরা যাত্রায়।”

ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। পুরোদমে প্রচার চলছে ছবির। ছবির সাফল্য নিয়ে আশাবাদী গোটা টিম।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘কার্তিকেয়’ ছবির প্রথম অংশ। ২০২২ সালে, দীর্ঘ ৮ বছর পর মুক্তি পেতে চলেছে সিকুয়্যেলটিও। তেলুগু ভাষায় তৈরি হয়েছে ‘কার্তিকেয় ২’। ডাব করা হয়েছে আরও দুটি ভারতীয় ভাষায় – হিন্দি এবং তামিল। ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন চন্দু মন্দেতি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ। রয়েছেন অনুপম খের, অনুপমা পরমেশ্বরন, শ্রীনিবাস রেড্ডি, বিভা হর্ষ এবং আদিত্য মেনন। কোরিওগ্রাফি করেছেন কার্তিক ঘট্টমানেনি। সঙ্গীত তৈরি করেছেন কাল ভৈরব। কার্তিকেয়র সিকুয়্যেলে থাকছে মনুস্মৃতি শ্লোকও। নিজস্ব দৃষ্টিভঙ্গীতে ছবি তৈরি করেছেন চন্দু। শোনা যাচ্ছে, অনেক লেখাপড়া করেছেন। গবেষণা করেছেন পরিচালক। আরও বড় চমক, ছবির টিজ়ার মুক্তি পেয়েছে বৃন্দাবনের ইস্কন মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করল ‘কার্তিকেয় ২’।

বিষয়টি নিয়ে টিজি বিশ্বপ্রসাদ বলেছেন, “পৌরাণিক ও ঐতিহাসিক গল্প বলে ‘কার্তিকেয় ২’-এর প্রতিটি চরিত্র। ইতিহাস এবং প্রাচীন স্ক্রিপ্ট সম্পর্কে পরিচালক চন্দুর অগাধ জ্ঞান। ‘কার্তিকেয় ২’ একটি দারুণ গল্প।”

এ বিষয়ে প্রযোজক অভিষেক আগরওয়াল বলেছেন, “‘কার্তিকেয়া ২’ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। চন্দু যখন চিত্রনাট্য শুনিয়েছিলেন, আমাদের দারুণ ভাল লেগেছিল। তখনই ঠিক করে নিই ছবিটা আমরা তৈরি করবই। এটি এমন একটি ছবি, যা দেখলে দর্শক ধর্মকে উদযাপন পারবেন। পাশাপাশি মনও প্রফুল্ল থাকবে। দর্শককে একটি দুঃসাহসিক পথে নিয়ে যাবে এই ছবি। রহস্যে ভরা যাত্রায়।”

ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। পুরোদমে প্রচার চলছে ছবির। ছবির সাফল্য নিয়ে আশাবাদী গোটা টিম।

Next Article