অত্যন্ত আলোচ্য এক ছবি। ‘কেজিএফ: চাপ্টার-২’। বহু দিন ধরে অপেক্ষারত ছবিটির মুক্তির তারিখ পিছল। কোভিডের কারণে স্থগিত করা হয়েছে ছবি মুক্তি এবং পরবর্তী সময়ে রিলিজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন।
ইনস্টাগ্রামে রবীণা একটি যোদ্ধার মূর্তির ছবি পোস্ট করেন। ছবির এক পাশে লেথা—’দানব তখনই উপস্থিত হবে যখন গোটা ঘর গ্যাংস্টারে পরিপূর্ণ থাকবে। তাঁর নতুন আগমনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।’ ঠিক ছিল কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রত্যাশিত ছবিটি আগামী ১৬ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটি ২০১৮ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ’-এর সিক্যুয়েল।
কন্নড় সুপারস্টার যশ তাঁর ভক্তদের আশ্বস্ত করেন যে ‘কেজিএফ: চাপ্টার-২’ আরও বড়, ভাল এবং এমনভাবে আসতে চলেছে যা আগে দেখা যায়নি। প্রশান্ত নীল পরিচালিত এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির ‘চাপ্টার-২’-তে সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, এবং প্রকাশ রাজ অভিনয় করছেন। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীনী শেঠি। এই আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা হিন্দি, কন্নড়, তামিল, তেলগু এবং মালয়ালম পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন Yash Dasgupta: ইঙ্গিতবাহী পোস্ট চলছে অনবরত! ‘অধিকার’ বাঁচিয়ে রাখতে বলছেন যশ
অত্যন্ত আলোচ্য এক ছবি। ‘কেজিএফ: চাপ্টার-২’। বহু দিন ধরে অপেক্ষারত ছবিটির মুক্তির তারিখ পিছল। কোভিডের কারণে স্থগিত করা হয়েছে ছবি মুক্তি এবং পরবর্তী সময়ে রিলিজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন।
ইনস্টাগ্রামে রবীণা একটি যোদ্ধার মূর্তির ছবি পোস্ট করেন। ছবির এক পাশে লেথা—’দানব তখনই উপস্থিত হবে যখন গোটা ঘর গ্যাংস্টারে পরিপূর্ণ থাকবে। তাঁর নতুন আগমনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।’ ঠিক ছিল কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রত্যাশিত ছবিটি আগামী ১৬ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটি ২০১৮ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ’-এর সিক্যুয়েল।
কন্নড় সুপারস্টার যশ তাঁর ভক্তদের আশ্বস্ত করেন যে ‘কেজিএফ: চাপ্টার-২’ আরও বড়, ভাল এবং এমনভাবে আসতে চলেছে যা আগে দেখা যায়নি। প্রশান্ত নীল পরিচালিত এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির ‘চাপ্টার-২’-তে সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, এবং প্রকাশ রাজ অভিনয় করছেন। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীনী শেঠি। এই আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা হিন্দি, কন্নড়, তামিল, তেলগু এবং মালয়ালম পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন Yash Dasgupta: ইঙ্গিতবাহী পোস্ট চলছে অনবরত! ‘অধিকার’ বাঁচিয়ে রাখতে বলছেন যশ