Makarand Deshpande: ‘ধর্ষণ করে কতটা মজা পেয়েছি জানতে চায় ওরা’, বিস্ফোরক মকরন্দ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 31, 2022 | 9:50 PM

Makarand Deshpande: বিকৃতকাম মনোভাবের সঙ্গেই পরিচয় ঘটেছিল অভিনেতা মকরন্দ দেশপাণ্ডের। বহু বছর আগে সেই ঘটনার কথা প্রকাশ্যে এনে বিস্ফোরক তিনি।

Makarand Deshpande: ধর্ষণ করে কতটা মজা পেয়েছি জানতে চায় ওরা, বিস্ফোরক মকরন্দ
অতীতের দুঃসহ ঘটনা ফাঁস অভিনেতার

Follow Us

 

ছবিতে হামেশাই দেখানো হয় ধর্ষণের দৃশ্য। অসহায় হিরোইনের জামা ছিঁড়ে নেওয়া হয়েছে অকথ্য অত্যাচারে, কাঁদতে কাঁদতে ভুলুন্ঠিত তিনি– এই সব দৃশ্য দুঃখ-ঘেন্নার উদ্রেক ঘটাবে এমনটাই তো সাভাবিক। কিন্তু ‘মজা’? এ হেন বিকৃতকাম মনোভাবের সঙ্গেই পরিচয় ঘটেছিল অভিনেতা মকরন্দ দেশপাণ্ডের। বহু বছর আগে সেই ঘটনার কথা প্রকাশ্যে এনে বিস্ফোরক তিনি।

সাল ১৯৯৪। সঞ্জয় খান্না পরিচালিত ছবি ‘অন্ত’-এ অভিনয় করেন তিনি। ছবিতে তিনি অভিনয় করেন এক ধর্ষকের ভূমিকায়। ছবিতে দেখানো হয় কলেজের অধ্যক্ষের মেয়েকে ধর্ষণ করছে ভিলেন। পুলিশের সাহায্য নিয়ে সেই দায় দেওয়া হয়েছে মেয়েটির প্রেমিককেই। ছবিতে মকরন্দ ছাড়াও ছিলেন সুনীল শেট্টি, সোমি আলি, অলোক নাথ সহ অনেকেই। মকরন্দ জানান, শুটিং দেখতে অনেকেই হাজির ছিলেন সেদিন। ধর্ষণের সেই দৃশ্যে অভিনয়ের পরে তাঁকে যা শুনতে হয়েছিল তা চমকে দিয়েছিল অভিনেতাকে।

তাঁর কথায়, “আমায় শুনতে হয়, কেমন লাগছে? মজা পেয়েছ তো? আমার শুনে ভীষণ নোংরা লেগেছিল। হিরোইনের জন্য কিছু মনে হল না তোমার যে তার কেমন অনুভব হচ্ছে। আমার মনে হয় এরা সেই বিকৃতকামের দল যারা এই সব দেখতেই পছন্দ করে।” ওই ঘটনাকে মাথায় রেখেই নতুন নাটক পরিচালনা করছেন মকরন্দ। নাটকের নাম ‘বলাৎকার প্লিজ স্টপ’। নাটক নিয়ে তাঁর বক্তব্য, “আমার কাছে আমার মা-ই সেরা নারী। আমার বোনেরাও খুব কাছের। প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে এই কথা আমার কাছে ভীষণ সত্য। কিন্তু প্রতিদিন যে পরিমাণ অত্যাচার মেয়েদের সহ্য করতে হয় তা নারীস্বাধীনতার পরিপন্থী।” সেই নিয়েই সোচ্চার মকরন্দ। ফুটিয়ে তুলতে চান তাঁর কাজের মধ্যে দিয়েই।

 

 

Next Article