Taapsee-Mitali: ‘তাপসী অভিনয়টা করে নেবে জানতাম, কিন্তু ক্রিকেট খেলাটা…’, কলকাতায় এসে অকপট মিতালী

Taapsee-Mitali: ওদিকে ক্রিকেটের মক্কায় তখন দুই মিতালি হাতে হাত ধরে চোখ ভরে দেখে নিচ্ছিল ইডেনের বাইশ গজকে।

Taapsee-Mitali: 'তাপসী অভিনয়টা করে নেবে জানতাম, কিন্তু ক্রিকেট খেলাটা...', কলকাতায় এসে অকপট মিতালী
দুই মিতালির রাজত্ব
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 9:39 AM

শহর কলকাতায় এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল ততক্ষণে। চৌরঙ্গীপাড়া ভিজেছিল চুপিসারেই। আর ওদিকে ক্রিকেটের মক্কায় তখন দুই মিতালী হাতে হাত ধরে চোখ ভরে দেখে নিচ্ছিল ইডেনের বাইশ গজকে। ঝটিকা সফরে ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ ও তাপসী পান্নু। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘সাবাশ মিতু’ প্রচারেই তাঁদের এই কলকাতায় আগমন। মাত্র কয়েক ঘণ্টার জন্য এসেছিলেন। এরপরেই উড়ে যেতে হবে জয়পুর। তবু তার আগেই আড্ডা জমে উঠল ভালই। ম্যাচ ফিক্সিং থেকে ক্রিকেটের ময়দানে পুরুষতন্ত্র– উঠে এল সবই।

পুরুষতন্ত্র রয়েছে ক্রিকেট, মানলেন মিতালী রাজও। অন্যদিকে তাপসী জানালেন, ক্রিকেটের চরম ভক্ত হয়েও কেন একসময় ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছিলেন তিনি। সে সময় ম্যাচ ফিক্সিং কাণ্ডে ভারতীয় ক্রিকেট উত্তাল। প্রতিবেশী দেশগুলি থেকেও জুটছে ধিক্কার। অভিমান হয়েছিল তাপসীর। বলছিলেন, ‘আসলে কোনও জিনিসকে যদি খুব ভালবাসি, সে ভুল করলে তার উপর অভিমান হয়। আমারও তাই হয়েছিল’। ছবিতা করতে গিয়ে একজন ক্রিকেটারের জীবনকেই আত্মস্থ করতে হয়েছিল তাপসীকে। সকালে ঘুম থেকে ওঠা, মাঠে গিয়ে দৌড়, খেলাধুলো… তাপসী ক্লান্ত। সাফ জানিয়েছেন, খেলোয়াড়ের চরিত্রে আর নয়। তাঁর কৌতুক, মাঝেমধ্যে নাকি ভুলেই যাচ্ছেন তিনি অভিনেতা নাকি খেলোয়াড়। বিগত বেশ কিছু ছবির জন্য অভিনেত্রীর জীবন নয় বরং খেলোয়াড়ের জীবনকেই লালন করেছেন তিনি।

মিতালীর চরিত্রে তাপসী। মিতালী কি খুশি? প্রাক্তন অধিনায়কের উত্তর, “হ্যাঁ”। তবে প্রথমদিকে তাপসীকে নিয়ে অল্প চিন্তায় যে ছিলেন সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, অভিনয় যে ভালভাবে তাপসী করে নেবেন তা তিনি জানতেনই কিন্তু ক্রিকেটটা! মিতালিকে অবাক করে দিয়ে সেই দিকেও ছক্কা হাঁকিয়েছেন তাপসী। রিল-রিয়েলের ছক্কার গল্পে মেতে উঠেছিল ইডেনের মিডিয়া সেন্টার। সাক্ষী থেকেছিল দূরের গালিচা, মুখ গোমড়া আকাশ আর এই শহর তিলোত্তমা।