Padma Shri Award: পদ্মশ্রী পুরস্কার, সম্মানিত অভিনেত্রী রবিনা ট্যান্ডন ও অস্কারজয়ী এম এম কিরাবানি

Apr 06, 2023 | 11:17 AM

Padma Shri: চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানের সম্মানিত করা হয়েছে। বুধবার মোট ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়।

Padma Shri Award: পদ্মশ্রী পুরস্কার, সম্মানিত অভিনেত্রী রবিনা ট্যান্ডন ও অস্কারজয়ী এম এম কিরাবানি

Follow Us

পদ্মশ্রী পুরস্কারের সম্মানিত হলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। বুধবার রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে। অন্যদিকে বিনোদন জগত থেকে এই সম্মান উঠল আরও এক শিল্পীর শীরে। আর তিনি হলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালত এমএম কিরাবানি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নিজে হাতে এই সম্মান তুলে দেন এই দুই শিল্পীর হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার এই বছরের শুরুতে মোট ১০৬জন পদ্মশ্রী পাপকের নাম ঘোষণা করে।

তালিকায় ছিল আরও বহু নাম। সিনেজগতের এই দুই স্টার চলতি বছর এই সম্মান পেলেন। পুরস্কার পেয়ে আপ্লুত রবিনা। তিনি জানান, এই ভালবাসা ও সম্মানের জন্য সকলে ধন্যবাদ। বাবা মার আশীর্বাদের জন্য ধন্যবাদ।

অন্যদিকে নাটু নাটু গানের পরিচালকও সম্মানিত। ২০২২ সাল থেকেই একের পর এক পুরস্কার পেয়েছে এই গান। পুরস্কার জেতার পর তিনি জানান, ‘দেশের সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে সম্মানিত বোধ করছি। এই উপলক্ষে আমার বাবা-মা এবং কবিতাপু সিথান্না গারু থেকে কুপ্পালা বুলিস্বামী নাইডু গারু পর্যন্ত আমার সমস্ত পরামর্শদাতাদের ধন্যবাদ জানাতে চাই। সদ্য অস্কারের সম্মানও পেয়েছে এই গান।

প্রসঙ্গত, চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানের সম্মানিত করা হয়েছে। বুধবার মোট ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে  ছিলেন দু’জন পদ্মবিভূষণ প্রাপক, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সম্মান প্রাপক।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী প্রয়াত মুলায়ম সিং যাদবকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। তাঁর পুত্র তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর গোটা পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে, লেখিকা তথা সমাজসংস্কারক সুধা মূর্তিও পদ্মবিভূষণ সম্মান পান। অনুষ্ঠানে সুধা মূর্তির পাশাপাশি তাঁর স্বামী তথা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, কন্যা আকসাতাও উপস্থিত ছিলেন, যিনি আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।

Next Article