Bollywood Gossip: স্টেডিয়ামে পন্থ ফিরতেই নিশানায় উর্বশী, কটাক্ষের উত্তর দিলেন সোজাসুজি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 06, 2023 | 4:39 PM

Bollywood Gossip: দিল্লির হোম ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। এ খবর ছিল আগেই। প্রত্যাশামতোই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম গুজরাট টাইটান্স (Gujrat Titans) ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি থাকবেন আর উর্বশীকে নিয়ে আলোচনা হবে না তা কী করে হয়?

Bollywood Gossip: স্টেডিয়ামে পন্থ ফিরতেই নিশানায় উর্বশী, কটাক্ষের উত্তর দিলেন সোজাসুজি
কটাক্ষের উত্তর দিলেন সোজাসুজি

Follow Us

 

দিল্লির হোম ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। এ খবর ছিল আগেই। প্রত্যাশামতোই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম গুজরাট টাইটান্স (Gujrat Titans) ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি থাকবেন আর উর্বশীকে নিয়ে আলোচনা হবে না তা কী করে হয়? মাঠে উর্বশীকে নিয়ে প্ল্যাকার্ড পড়তেই পাল্টা উত্তর দিতে ছাড়লেন না মডেল-অভিনেত্রীও। একটি ছবি ভাইরাল হয়েছ। সেখানেই দেখা যাচ্ছে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। সেখানে লেখা, “ভাগ্যি ভাল, উর্বশী এখানেই নেই।” আর ওই প্ল্যাকার্ডই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে উর্বশী প্রশ্ন রেখেছেন, “কেন”? ব্যস, ওইটুকুই, আর তাতেই যেন নেটিজেনরা অনুমান করে নিয়েছেন অনেক কিছুই। তাঁদের মতে, ক্রমাগত উর্বশী ও পন্থকে নিয়ে আলোচনায় বিরক্ত হয়েই ওই প্রশ্ন রেখেছেন উর্বশী। অনেকে আবার উর্বশীকে উপদেশ দিয়েছেন, শুধু শুধু নিজের টাইমলাইনে ওই পোস্ট শেয়ার করা মানে আদপে নিজেকেই ছোট করা।

বরাবরই চর্চায় থাকেন উর্বশী। একটা সময় জানা গিয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। কয়েক বছর আগে থেকেই ঋষভ পন্থ ও ঊর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। অতীতে এই জুটি নিয়ে কম চর্চা হয়নি। তাঁরা নাকি একে অপরকে মন দিয়েছিলেন গোপনেই। দু’জনই এই সম্পর্ক কখনও মেনে নেননি। শুধু তাই নয়, জানা যায় সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। বরং পরবর্তীতে দু’জনই নিজেদের নিয়ে উল্টো সুরে কথা বলেছেন। ছবিটা খানিকটা বদলায় ২০২২ সালের শেষে, ঋষভের অ্যাক্সিডেন্টের পর। যখন গোটা দেশবাসী পন্থের আরোগ্য কামনা করছিল, সেই সময় হাত গুটিয়ে বসে থাকেননি ঊর্বশীও। তিনিও তাঁর আরোগ্য কামনা করেছিলেন। পাপারাজ্জিরা ঋষভকে নিয়ে ঊর্বশীকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে না গিয়ে জানিয়েছিলেন, পন্থের জন্য তিনিও প্রার্থনা করছেন।

তবে সম্প্রতি দেখা যায় এক অন্য চিত্র। এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন পন্থকে নিয়ে। তবে পন্থকে নিয়ে প্রশ্ন শুনতেই রীতিমতো রেগে যান নায়িকা। সাংবাদিকের উদ্দেশে বলেন, “কী চাই আপনার? টিআরপি, টিআরপি আর শুধু টিআরপি? সেটা আমি হতে দেব না। আমি কিছু বলব না।” তবে তিন বললেন আবারও। আর তাঁর এই নীরবতা ভাঙা নিয়েই চলছে আলোচনা।

 

Next Article