Relationship Gossip: লিভইন-এ আছেন রশ্মিকা-বিজয়? ছবি পোস্ট করতেই হাতেনাতে ধরা পড়লেন জুটি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 06, 2023 | 5:57 PM

Rashmika-Vijay: সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় তাঁদের লিভইন সম্পর্কের খবরে। তবে এবার প্রথম নয়, অতীতেও তাঁদের হাতেনাতে ধরেছে নেটিজ়েনরা।

Relationship Gossip: লিভইন-এ আছেন রশ্মিকা-বিজয়? ছবি পোস্ট করতেই হাতেনাতে ধরা পড়লেন জুটি

Follow Us

দক্ষিণে বিজয়ের দাপট ছিল প্রথম থেকেই। কবীর সিং বলে কথা। এই ছবি কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়, যদিও বলিউডে শাহিদ কাপুর অভিনীত কবীর সিং-ই বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে বিজয় দেবেরাকোন্ডা তবে থেকেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। এরপরই সামনে আসে লাইগার ছবির খবর। অনন্যা পান্ডে এই ছবির অভিনেত্রী থাকায় বিজয়ের বেশ কাছাকাছি এসেছিলেন তিনি। অনন্যা পান্ডে তাঁকে পছন্দ করতেন যে, তা তিনি একাধিকবার বলেছিলেন। তবে এখানেই শেষ নয়, জাহ্নবীর কাপুরও সমান তালে জানিয়েছিলেন যে তিনি পছন্দ করেন বিজয়কে। তবে রশ্মিকাকে নিয়ে তখন কোনও চর্চাই ছিল না খবরের শিরোনামে।

বরং রশ্মিকার সঙ্গে নাম জড়িয়ে যায় বারে বারে বিজয়ের বন্ধু হিসেবেই। প্রকাশ্যে একাধিকবার তিনি জানিয়েছিলেন যে রশ্মিকার সঙ্গে তাঁর সমীকরণ বেশ সুন্দর। সম্পর্কের গুঞ্জণ থাকলেও কোথাও গিয়ে যেন বাস্তবে সেই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি। এমন কি জল্পনায় জল ঢেলে বলেছিলেন রশ্মিকা, তাঁরা কেবলই ভাল বন্ধু। তবে এবার তাঁদের হাতেনাতে ধরল নেটপাড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন রশ্মিকা। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে ভক্তরা বুঝে ফেলেন তা বিজয়ের বাড়ি। কারণ অতীতে এখান থেকে বহু পোস্ট করেছেন বিজয়।

সেখান থেকেই ওঠে প্তরশ্বেন। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় তাঁদের লিভইন সম্পর্কের খবরে। তবে এবার প্রথম নয়, অতীতেও তাঁদের হাতেনাতে ধরেছে নেটিজ়েনরা। কয়েকদিন আগেই তাঁদের এক সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। তবে থেকেই ওঠে প্রশ্ন, কোথায় যাচ্ছেন এই দুই স্টার।

তারপরই খবর আসে প্রকাশ্যে। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তাঁরা। একে অন্যের সঙ্গে একান্তে কাটানো এই ছুটির কথা সামনে না আলনেও সোশ্যাল মিডিয়ার ছবি মিলিয়ে দেখলেই বিষয়টা এক প্রকার স্পষ্ট হয়ে যায়। ফলে এই জুটি এখন খবরের শিরোনামে। তাঁদের প্রতিটা পোস্টে ভক্তদের নজর। তারই মাঝে মিলল রশ্মিকার পোস্ট, যা জল্পনায় আবারও ঘি ঢাললো।

Next Article