যত দিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যু রহস্য। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছিল, আত্মহত্যা করেছেন নায়িকা। কিন্তু বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ওই রিপোর্টে জানানো হয়েছে, অভিনেত্রী অপ্রকৃতস্থ অবস্থায় না থাকলেও তাঁর পাকস্থলীতে মিলেছেন ২০ মিলিলিটার অজানা তরলের উপস্থিতি। শুধু তাই নয়, নায়িকার কব্জিতে মিলেছে ক্ষতের দাগও। পাশাপাশি পাকস্থলীতে ফিনফিনে পাতলা যে পর্দা (mucous membrane) বা আস্তরণ থাকে, তা নষ্ট হয়ে গিয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও তদন্তকারীদের একাংশের বক্তব্য, ওই অভিনেত্রীর পাকস্থলীতে যে অজানা তরল মিলেছে, তার চরিত্র কেমন, ওই তরল আদৌ কতটা পানযোগ্য ছিল, তা-ও খতিয়ে দেখার মতো বিষয়।
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রীর পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছিল। নায়িকার মা মধু দুবে, সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিং নামক দুই ব্যক্তির দিকে আঙুলও তুলেছেন। অন্যদিকে আকাঙ্ক্ষার আইনজীবী শশাঙ্ক শেখর ত্রিপাঠি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সিবিআই তদন্ত চেয়ে এক চিঠিও লিখেছেন। তাঁর আরও চাঞ্চল্যকর অভিযোগ, আকাঙ্ক্ষার মায়ের অনুরোধ সত্ত্বেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে ইচ্ছাকৃত দাহ করে দেওয়া হয়েছে তাঁকে। এর পরেই ক্ষোভ অনুরাগীদের মধ্যে। তবে কি আত্মহত্যা নয়? প্রশ্ন তুলেছেন তাঁরা।
কয়েক ঘণ্টা আগেও বেলিডান্সের ভিডিয়ো শেয়ার করেছিলেন আকাঙ্ক্ষা। কিন্তু এর পরে হঠাৎই ইনস্টাগ্রামে লাইভ আসেন তিনি। সেখানে তাঁকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়। প্রসঙ্গত, কাজের জগতে বেশ সফল ছিলেন তিনি। হাতে একটির পর একটি কাজ ছিল তাঁর। এমনকি ইনস্টাগ্রামেও তার অনুরাগীর সংখ্যা কম ছিল না। তাই প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করলেও এর নেপথ্যে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ‘মেরি জং মেরি ফ্যায়সলা’ ছবির মধ্যে দিয়েই ভোজপুরি জগতে হাতেখড়ি হয় তাঁর। এ ছাড়াও ভোজপুরি ছবি ‘মুঝসে শাদি করোগি’তে দেখা গিয়েছে তাঁকে। কম বয়সেই সুদক্ষ অভিনয়ের কারণে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। তাই এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুশোক আজও ফিকে হয়নি।