গায়ক আদনান সামীকে নিয়ে এবার তোলপাড় নেটমহল। গায়কের বিরুদ্ধে তাঁর ভাই জুনেদ মুখ খুলতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। এ কী বলে বসলেন তিনি! আদনানের নামে একাধিক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটপাড়া। ভুয়ো শিক্ষাগত যোগ্যতার তথ্য থেকে শুরু করে হাজত বাস, দাদারকীর্তি সবটাই থরে থরে সাজালেন জুনেদ। তাঁর দাবির তালিকার স্ক্রিনশর্ট ভাইরাল নেটপাড়ায়।
কী-কী রয়েছে সেই তালিকায়?
১. আদনান সামী জন্মগ্রহণ করেছেন ১৫ অগাস্ট ১৯৬৯-এ। রাওয়াল পিন্দি হাসপাতালে তাঁর জন্ম হয়। সেই একই হাসপাতালে জুনেদের জন্ম। ফলে তিনি ইংল্যান্ডে জন্মেছেন বলে যে দাবি করেন তা মিথ্যা।
২. আদনান শিক্ষাগ্রহণ করেন লাহর থেকে।
৩. আদনান তাঁর দ্বিতীয় স্ত্রীর অস্বস্তিকর (পর্ন ভিডিয়ো) প্রকাশ করে দিয়েছিলেন।
৪. জুনেদের যোগ্যতা ছিল, জেনেই আদনান কোনওদিন সাহায্য করেননি।
৫. জুনেদকে কোনওদিন ভারতে গাইতে দেননি আদনান।
৬. আদনান ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন, কারণ ভারতের পারিশ্রমিক ভাল।
৭. কীসের ভয় আদনানের? জুনেদ প্রশ্ন তুললেন তিনি যদি গান গাইতেন, তবে কি ক্ষতি হয়ে যেত আদনানের?
যদিও জুনেদের সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে এই পোস্টটি মুছে ফেলা হয়েছে। তবে ইতিমধ্যেই তা হাতে হাতে ভাইরাল নেটপাড়া। কটাক্ষের মুখে পড়তে হচ্ছে গায়ককে। কেউ কেউ আমার জুনেদকে মাথা ঠাণ্ডা রাখার উপদেশও দিয়েছেন। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি গায়ক। তাঁকে নিয়ে এমন মন্তব্য ঠিক কেন করেছেন তাঁর ভাই, তা নিয়েই একশ্রেণীর মধ্যে জল্পনা তুঙ্গে। তাঁর কেরিয়ারে আদনান সাহায্য না করার রাগ থেকেই কি এমন মন্তব্য করেছেন তিনি? তবে এতদিনে কেন মুখ বন্ধ রেখেছিলেন জুনেদ, তা নিয়েও উঠছে প্রশ্ন।