Rosyln Khan: কেমোথেরাপিতে পড়ে যাবে মাথার সব চুল, ক্যান্সার আক্রান্ত মডেল বললেন, ‘ন্যাড়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকুন’…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 12, 2022 | 7:32 PM

Cancer Fighter: তাঁর মনের জোর দেখে অনেকেই বাহবা দিচ্ছেন মডেল রোজ়িলিন খানকে। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথম কেমোথেরাপি সম্পন্ন হল তাঁর।

Rosyln Khan: কেমোথেরাপিতে পড়ে যাবে মাথার সব চুল, ক্যান্সার আক্রান্ত মডেল বললেন, ন্যাড়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকুন...

Follow Us

সময়টা বেশ কঠিন মডেল রোজ়িলিন খানের কাছে। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় হেলান দিয়ে বসে আছেন অভিনেত্রী। তাঁর প্রথম কেমোথেরাপি সম্পূর্ণ হয়েছে। অভিনেত্রীর মাথার একঢাল কালো চুল ধীরে-ধীরে নির্মুল হবে কিছুদিনের মধ্যেই। সেই সঙ্গে থাকবে চূড়ান্ত শারীরিক কষ্টও। হাসপাতালের বিছানায় শুয়ে এই ছবি (যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন) শেয়ার করে বিখ্যাত ব্র্যান্ডদের উদ্দেশ্যে রোজ়িলিন লিখেছেন, ‘ন্যাড়া মডেলের সঙ্গে কাজ করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে’।

পেটার (পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস) জন্য ফটোশুট করে বিখ্যাত হয়েছিলেন রোসিলিন। কিছুদিন আগেই সহকর্মীদের তাঁর এই অসুখের কথা জানিয়ে বলেছিলেন অল্প কয়েকদিনের মধ্য়ে কেমোথেরাপি শুরু হবে তাঁর। সেই সঙ্গে একটি হৃদয় ছোঁয়া পোস্টে লিখেছিলেন, “তাঁর মতো শক্তিশালী সৈন্যদের সবচেয়ে কঠিন লড়াইয়ে নামিয়ে দেন ঈশ্বর। এটা আমার জীবনের একটা অধ্যায়। আশায় ভরসা রাখছি। প্রত্যেক ভেঙে পড়া মুহূর্ত আমাকে এগিয়ে চলার শক্তি দিচ্ছে। এই লড়াই ছোট। আর আমি জানি আমার জন্য কিছু সুন্দর মানুষ প্রার্থনা করছেন দিনরাত। আমি এটাও জানি, যা হয় ভালর জন্যই হয়। আমি সেই ‘ভাল’টা। এই অসুখের উপসর্গ বলতে আমার কেবল ছিল গলায় ও পিঠে যন্ত্রণা। প্রথমে আমি ভেবেছিলাম জিমন্যাসটিক্স করার জন্য ব্যথা হচ্ছে। কিন্তু পরে দেখলাম অন্য কিছু। যাই হোক, অসুখটা অনেক আগেই ধরা পড়ে গিয়েছে।”

এর পর রোজ়িলিন লিখেছেন, “প্রত্যেক ব্র্যান্ডকে বলতে চাই, আগামী ৭ মাস আমার কেমোথেরাপি চলবে। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমি কাজ করতে পারব। সপ্তাহের শুরুতে আমার কেমোথেরাপি হবে। তারপর এক সপ্তাহ আমাকে বিশ্রাম নিতেই হবে। একজন ন্যাড়া মডেলের সঙ্গে কাজ করার সাহস পেতে হবে আপনাদেরই। এবার থেকে ঠিক করেছি প্রত্যেকদিন আমি বাঁচার মতো বাঁচব।”

সমীর অঞ্জনের ‘আ ভি জা’ মিউজ়িক ভিডিয়োয় রজনীশ দুগ্গলের বিপরীতে অভিনয় করেছিলেন রোজ়িলিন। পেটা এবং আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জন্য শুট করেছিলেন একটা সময়। বহু আইটেম গানে কাজের সুযোগ পেয়েছিলেন। সেখানে শরীর প্রদর্শনের সুযোগ ছিল। করোনার সময় নিজেকে ব্রেক দিয়েছিলেন রোজ়িলিন। তখন বাড়িতে বসে কিছুই করছিলেন না। ইচ্ছা ছিল নতুন কিছু করার। সকলকে প্রমাণ করতে মরিয়া ছিলেন যে, মেয়েদের জন্য অন্য অনেক কাজ অপেক্ষা করছে শরীর প্রদর্শন ছাড়াও। সেই সময়ই সমীর অঞ্জনের মিউজ়িক ভিডিয়োতে কাজের সুযোগ পেয়েছিলেন। বলেছিলেন, “রোজ়িলিন ফেরত এসেছে। আমি বিকিনি ফটোশুটও করব না। শরীরও দেখাব না। আমি এই ইন্ডাস্ট্রিতে নতুন এবং আমি নিজের অতীত থেকে অনেক কিছু শিখেছি। আমি আমার নিজের কাজকে এক্সপ্লোর করতে চাই।”

Next Article