Nysa Devgn: হাতে পানীয়ের গ্লাস, সঙ্গে নাচ…কাজল-অজয়ের মেয়েকে নিয়ে তুঙ্গে চর্চা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 25, 2022 | 9:40 PM

Nysa Devgn: বিগত এক মাসে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। প্রত্যেক ছবিতেই দেখা যাচ্ছে পুরোদস্তুর পার্টির মেজাজে রয়েছেন এই স্টারকিড। এবার এক ভিডিয়োও ভাইরাল হল তাঁর।

Nysa Devgn: হাতে পানীয়ের গ্লাস, সঙ্গে নাচ...কাজল-অজয়ের মেয়েকে নিয়ে তুঙ্গে চর্চা
কেন বিতর্কের কেন্দ্রে নাইসা?

Follow Us

নাইসা দেবগণ। ছোট থেকেই ফিল্মি পরিবারের অংশ তিনি। মা কাজল ও বাবা অজয় দেবগণ ফিল্মি জগতেরই মানুষ। এ হেন নাইসাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে যেমন তাঁকে নিয়ে চলছে তুলোধনা, অন্যদিকে বাবা-মায়ের টাকা নষ্ট করার মতো অভিযোগও উঠে আসছে তাঁকে ঘিরে। কেন বিতর্কের কেন্দ্রে নাইসা?

বিগত এক মাসে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। প্রত্যেক ছবিতেই দেখা যাচ্ছে পুরোদস্তুর পার্টির মেজাজে রয়েছেন এই স্টারকিড। এবার এক ভিডিয়োও ভাইরাল হল তাঁর। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পার্টির মেজাজে তিনি মত্ত। হাতে পানীয়র গ্লাস, চুল খোলা, নাচছেন নাইসা। ভিডিয়োটি সম্ভবত গ্রীসের। তবে এই প্রথম নয় এর আগেও স্পেনের বার্সেলোনার এক পানশালায় তাঁর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিগুলি শেয়ার করেছিলেন জাহ্নবী কাপুরের রিউমারড প্রেমিক ওরহান। ছবি শেয়ার করেছিলেন বেদান্ত মহাজনও।

 

ওদিকে আবার লন্ডনের রাস্তায় জাহ্নবীর সঙ্গে নাইসার ছবিও হয়েছিল ভাইরাল। সব মিলিয়ে তাঁর জীবন যে বেশ হ্যাপেনিং সে আন্দাজ করাই যায়। আর এই ঘটনাই বেশ ভালভাবে নিচ্ছেন না নেটপাড়ার অধিকাংশ নাগরিকই। তাঁদের বক্তব্য, নাইসা যেভাবে জীবন অতিবাহিত করছেন তা পয়সা নষ্ট ছাড়া কিছুই নয়। আনন্দ দরকার, তাই বলে বিলাসবহুল জায়গায় এত ঘন ঘন পার্টি! নাইসা যদিও উত্তর দেননি এসব সমালোচনার।

এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন নাইসা। শোনা যাচ্ছিল তিনিও নাকি বাবা-মায়ের মতোই নাম লেখাবেন সিনেপাড়ায়। যদিও এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণ এ প্রসঙ্গে বলেছিলেন, “আমি জানি না এই মুহূর্তে ও কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনওই ও কোনও উৎসাহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। এখন বিদেশে পড়াশোনা করছে”।

Next Article