সেজে উঠছে দিল্লি। দেখতে দেখতে সেই বিশেষ দিন সমাগত। আজ অর্থাৎ ১৩ মে বাগদান পর্ব সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁর প্রেমকাহিনি। বাগদানের আগে চুটিয়ে প্রেম করেছেন রাঘব-পরিণীতি। সুদর্শন সাংসদ ও সুন্দরী অভিনেত্রীর প্রেম এখন বলিউডের চর্চায়। আপ সাংসদ রাঘব চাড্ডা ও বলি-নায়িকা পরিণীতি চোপড়া অবশেষে এক সঙ্গে সংসার পাততে চলেছেন। কখনও আইপিএলের মাঠে, কখনও আবার ডিনার ডেটে হাতে-হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন দু’জনে। সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের ডিনার ডেটের ছবি।
বোনের বাগদান বলে কথা, শুক্রবারই দিল্লির উদ্দেশে রওনা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এ কি কাণ্ড? সঙ্গে নিক কোথায়? শালিকার জীবনের বিশেষ দিনে থাকছেন না জামাইবাবু? পরিণীতির সঙ্গে নিকের সম্পর্ক বেশ ভাল। তাঁকে একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছে। দিদির বাড়িতে মাঝে মধ্যেই গিয়ে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু এবার তার ব্যতিক্রম কেন ঘটছে? না, নিক যে একে বারেই আসছেন না, সেই খবর এখনও নিশ্চিত করেননি। তবে নিকের রুটিনে যদি নজর রাখা যায়, তবে একটা বিষয়ই প্রশ্ন জাগায়, তা রহল নিকের নতুন অ্যালবাম মুক্তি।
জোনাস ব্রাদার্সের এই নয়া অ্যালবামও সামনে আসছে এই একই দিনে। ফলে তা নিয়ে বেজায় ব্যস্ত থাকবেন নিক, তা বলাই বাহুল্য। তবে মধ্যে রাতে শালিকার বাগদানে যোগ দেবেন কি না বা অন্য কোনও উপায় ভেবেছেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার হটকেক এই ভাইরাল ভিডিয়ো। বলিউড পরীর বাগদান নিয়ে নানা খবর সামনে আসছে গত কয়েকদিন থেকেই। ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। যা ঘিরে জল্পনাও তুঙ্গে উঠতে দেখা যায়।
কী হতে চলেছে এই বাগদানে? আর কে কে থাকছেন? কী বা পরছেন পরিণীতি? সে হিসেবই রইল একনজরে। সূত্র জানাচ্ছে , “প্রিয়াঙ্কার জন্য এটি একদমই ছোট একটি ট্রিপ হতে চলেছে। বোনের জন্য কোনওরকমে সময় বার করেছেন তিনি। ১৩ তারিখ সকালে দিল্লি পৌঁছবেন তিনি।” মণীশ মালহোত্রও হাজির থাকবেন সেখানে। তাঁর ডিজাইন করা পোশাকেই সাজবেন নায়িকা। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছে পরিণীতি ও তাঁর ঘনিষ্ঠমহল।