প্যালেস্তাইন ও ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এবার চিন্তার ভাঁজ গোটা বিশ্বের কপালে। তারই মাঝে মিলল খারাপ খবর। অভিনেত্রী নুসরত বারুচা আটকে পড়েছেন ইজরায়েলে। সূত্রের খবর প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। সেই হামলায় ১৯৮ প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৬১০ জন। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। যদি গাজার কোথায় এই মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক।
ফলে একের পর এক এই ধরনের খবরে বাড়ছে উদ্বেগ। এরই মাঝে অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নুসরতের সঙ্গে। অভিনেত্রীর সঙ্গে শত চেষ্টা করেও এখনও যোগাযোগ করা যায়নি। নুসরতের টিমের এক সদস্য শনিবার ইন্টিয়া টুডেকে জানিয়েন, ইজরায়েলে আটকে পড়েছেন তিনি। সম্প্রতি ইজরায়েল গিয়েছিলেন অভিনেত্রী ৩৯ তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য। তাঁর ছবি আকেলি এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল।
কী জানাচ্ছেন অভিনেত্রীর টিম-
বর্তমানে অভিনেত্রীর টিম চেষ্টা করছে সুস্থ অবস্থায় দ্রুত নুসরতকে দেশে ফিরিয়ে আনতে। তাঁদের কথায়, দুর্ভাগ্যবশক নুসরত আটকে পড়েছেন ইজরায়েলে। শেষ তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়েছিল শনিবার বেলা সাড়ে বারোটায়। যখন তিনি জানিয়েছিলেন বেসমেন্টে সুস্থ অবস্থায় রয়েছেন। সুরক্ষার জন্য বাকি তথ্য সামনে আনা যাচ্ছে না। তবে তারপর থেকে নুসরতের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি। আশা করব আমরা দ্রুত তাঁকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পারব।