টানা দুই বছর পর বড় পর্দায় ফিরছেন থালাইভা। দক্ষিণ সিনে পাড়ায় তাই সেলিব্রেশন পালা। ১০ অগাস্ট মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ছবি জেলার। তা নিয়েই এখন উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্যে ছবির অগ্রীম বুকিং-এ বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তারই মাঝে এবার চেন্নাই ও বেঙ্গালুরু নিল নয়া সিদ্ধান্ত। যা শোনা মাত্রই খুশির হাওয়া রজনীকান্ত ভক্তদের মনে। ১০ অগাস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। আর সেই খুশিতেই এবার ছুটি ঘোষণা করা হল চেন্নাই ও বেঙ্গালুরু-তে। ফলে বোঝাই যাচ্ছে প্রথম দিনে কী বিপুল পরিমাণে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়তে চলেছে।
রজনীকান্তের শেষ মুক্তি পাওয়া ছবি দরবার। কিন্তু সেই ছবি দর্শক মহলে সেভাবে জায়গা করতে পারেনি। মোটা টাকা ক্ষতির মুখ দেখতে হয়েছিল প্রযোজনা সংস্থাকে। তবে এবার আর নিরাশ হওয়ার কোনো সম্ভবনাই নেই। কারণ একটাই খোদ, রজনীকান্ত সকলকে কথা দিয়েছিলেন এই ছবিতে তিনি সেরা অ্যাকশন প্যাক বিনোদন দিতে চলেছেন। সেই বিশ্বাস ভরসাতেই এবার পলক গুনছেন গোটা দেশের দর্শকেরা। আর সেই উপলক্ষ্যেই সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আবার কিছু কিছু অফিস থেকে কর্মীদের ফ্রিতে টিকিট দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
এক সংস্থার HR-এর কথায়, ছুটির আবেদন গ্রহণ করতে করতে ক্লান্ত, সেই কারণেই ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি সুপারস্টারের ছবিকে সাপোর্ট করার কথাও উল্লেখ করে এই প্রসঙ্গে অনেকেই। রজনীকান্ত ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সুপারস্টার, যাঁর ঝুলিতে একাধিক সুপারহিট ছবি। তবে দরবার ছবি ফ্লপ হওয়ার পর বেশ কিছুটা সময় নিয়েছিলেন রজনীকান্ত। তারপর জেলার ছবি নিয়ে হাজির তিনি পর্দায়। যার ট্রেলার দেখা মাত্রই ভক্তমনে আশা জেগেছিল, এবার দেখার পাঠান ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যেতে পারে কি না এই ছবি?
Offices started announcing holiday for #Jailer release ??
The #SuperstarRajinikanth phenomenon and the only actor in the world who can bring the country to standstill?❤️?#Rajinikanth#Thalaivar170#JailerFromAug10 #JailerAudioLaunch #JailerShowcase #Kaavaalaa #Thalaivar pic.twitter.com/BMLztdAiRO
— Achilles (@Searching4ligh1) August 4, 2023