Sehar Shinwari: ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে’, কেন লিখলেন পাকিস্তানের অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 24, 2023 | 1:54 PM

Viral Post: না, কেবল শুভেচ্ছাই নয়, পাশাপাশি কড়া ভাষায় সমালোচনা করলেন নিজের দেশেরও। কী লিখলেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় এদিন তাঁকে সরব হতে দেখা গেল।

Sehar Shinwari: লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, কেন লিখলেন পাকিস্তানের অভিনেত্রী

Follow Us

শেহার শিনওয়ানি, পাকিস্তানি অভিনেত্রী এবার সকলের নজর কাড়লেন ভারতে শুভেচ্ছা জানিয়ে। চন্দ্রযান-৩ সাফল্যে গোটা বিশ্বজুড়ে সেলিব্রশন চলে ২৩ অগাস্ট। তালিকা থেকে বাদ পড়েনি পাকিস্তানও। প্রতিবেশী দেশের একাধিক স্টার থেকে শুরু করে সাধারণ মানুষ শুভেচ্ছা জানিয়েছে ইসরোকে। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম পা রাখল ভারত। না, ভারতের ক্ষেত্রে এটি প্রথম এমন নয়, গোটা বিশ্বে এই দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ পা রাখল। ল্যান্ডার বিক্রমের ওপর ২৪ ঘণ্টা নজর রেখেছিল গোটা বিশ্ব। শেষ মুহূর্তে এসে বিফল হতে দেখা গিয়েছে রাশিয়ার লুনারকে। কিন্তুভারতের চন্দ্রযান ৩ মিশন সফল হতেই গোটা বিশ্বে চর্চা। সকলেই অভিনন্দন জানাচ্ছেন টিমকে। সেই তালিকাতে নাম লেখাবলেন পাকিস্তানের চর্চিত অভিনেত্রী শেহার শিনওয়ানি।

না, কেবল শুভেচ্ছাই নয়, পাশাপাশি কড়া ভাষায় সমালোচনা করলেন নিজের দেশেরও। কী লিখলেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় এদিন তাঁকে সরব হতে দেখা গেল। তাঁর কথায়, ‘চন্দ্রযান ৩ -এর দ্বারা স্পেস রিসার্চে নজির গড়ার জন্য ভারতকে আন্তরিক অভিনন্দন জানাই। পাকিস্তান এবং ভারতের মধ্যে সবেতেই ব্যবধান এত বেড়ে গিয়েছে, যে আজ ভারত এই পর্যায় সেখানে পাকিস্তানের পৌঁছতে কয়েক দশক লেগে যাওয়ার কথা। তবে এই পরিস্থিতির জন্য অন্য কেউ নয়, আমরা নিজেরাই দায়ী।’

অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তে সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এই কমেন্ট। নিজের দেশকে খাটো করা নয়, কেবল তুলনামূলক আলোচনার মাধ্যমে যে সত্যি তিনি তুলে ধরার চেষ্টা করলেন, তাতে অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। যদিও একশ্রেণী আবার তাঁকে কটাক্ষ করতে পিছপা হলেন না। ভারতের এই সাফল্যে সামিল হলেন তিনি। নিজের দেশ দ্রুত এমনই সাফল্যের মুখ দেখুক, এই আশা রেখেই তাঁর অভিমানের পোস্ট আরও একবার ভাবিয়ে তুলল বেশ কিছু মানুষকে।

Next Article